শুভ জন্মদিন কবি !
"যত বড়ো হও / তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও" - 'মৃত্যুঞ্জয়', রবীন্দ্রনাথ ঠাকুর
"মাটির টানে" কবিতায় কবি অজয় কৃষ্ণ গোমস্তা মানুষের সকল চলা শেষ পর্যন্ত যে মাটির টানে মাটিতেই ফিরে আসে, স্বেচ্ছায় বা বাধ্যতামূলকভাবে, সেটিই বলতে চেয়েছেন l
মানুষের চলার পথ বড়ো দীর্ঘ l পথ চলতে চলতে বহু বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয় সে l এক একটি অভিজ্ঞতা এক এক রকমভাবে বিক্রিয়া করে তার মনে l জীবনসংগ্রামে কখনো সে সফল হয়, কখনো ব্যর্থ l কখনো চার পা এগিয়ে যায়, আবার কখনো পরিস্থিতির চাপে দু পা পিছিয়ে যেতে হয় l কখনো সফলতা এতটাই বেশি হয়ে যায়, যখন অহং পেয়ে বসে তাকে l এই অহং এর কারণে তার মনে হয় বাকি সকলের থেকে সে অনেকটাই এগিয়ে গেছে l গগনচুম্বি এই সফলতা তার দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন নিয়ে আসে l সাধারন মানুষের, দুঃখ, সংগ্রাম, কোলাহল, জীবনের ক্লেদ তাকে যেন স্পর্শ করে না l অবিরাম সুখযাপনে তার সময় অতিবাহিত হয়ে যায় l এটাকেই সে পরম সত্য বলে গ্রহণ করে l তার দুঃখী অতীতকে সে ভুলে যায় l মনে করে সেই জীবনকে সে অনেক পিছনে ফেলে এসেছে l তার কথা ভাবার আর কোনো প্রয়োজন নেই l সফলতার আয়নায় সে তার সুখী বর্তমানকেই চিরকাল বলে ধরে নেয় l
কিন্তু জীবন এক বিচিত্র পরিক্রমার নাম l এক শিক্ষকের নাম l সরল নয় তার পথ l বড় আঁকাবাঁকা l উত্থান-পতন তার অঙ্গ l সফলতা দীর্ঘস্থায়ী হবার পূর্বেই বিফলতা দরজায় কড়া নাড়ে l সফলতার দম্ভে অতি অহঙ্কারী মানুষকে ব্যর্থতার সম্মুখীন করে তাকে বিনয়ের পাঠ দেয় জীবন l আকাশের সফর শেষে তাকে মাটির ঘ্রাণ নিতে বাধ্য করে l মাটির সোঁদা গন্ধ আস্বাদ করে সে l জীবনকে আবার পুরনো রূপে দেখে, চেনে l মাটি মানুষকে জড়িয়ে ধরে, তার কোলেই তাকে শেষ আশ্রয় দেয় l
মানুষ যতই না কেন সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠে যাক, তার উত্সকে সে অস্বীকার করতে পারে না l রক্তের, ভালোবাসার যে বীজ থেকে তার সৃষ্টি সেই অতীতকে সে কখনো অস্বীকার করতে পারে না l এটাই মনুষ্যত্ব l এটাই মহত্ব l সফলতা শেষ কথা বলে না l শেষ কথা বলে সম্পর্ক l সম্পর্কের দায়বদ্ধতা l ঋণস্বীকারের মাধুর্য l মানুষের যা প্রকৃত সত্তা, ক্ষণিকের সফলতায় তাকে অস্বীকার করা যায় না l জন্ম থেকে জন্মান্তরে মানবজাতি এই চক্রে আবর্তিত l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !