কবিতার দেহাবয়ব শব্দ দিয়েই গঠিত হয় l কিন্তু কেমন হবে সেই শব্দমালা ? অনুভূতিহীন শব্দের পাহাড় গড়ে তুললে তা কবিতা হবে কি ? 'কবিতাবাড়ি' রচনায় কবি রুবু মুন্নাফ সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন l অনুভূতিহীন শব্দ প্রাণহীন l যেন শব্দের কঙ্কাল l সেই শব্দমালা দিয়ে পঙ্ক্তির পর পঙ্ক্তি রচনা করে কবিতা নির্মাণের প্রয়াস করা যেতে পারে, অনুভূতিহীন সেই শব্দগুলি কবিতার আকাশে বিচরণ করার প্রয়াস করতে পারে, কিন্তু প্রকৃত কবিতা সেখানে নির্মাণ হয় না l বইয়ের মলাটে বাঁধা পড়ে থাকে দেহসর্বস্ব, স্বার্থান্বেষী, সুরহীন কিছু শব্দ l যেন রমণীর অবদমিত কান্না, স্বার্থ হাসিলের ঘ্যানঘ্যানানি l কবিতার নামে অকবিতার আর্তনাদ l
কিন্তু প্রকৃত কবিতা ভাবনার আকাশে ফানুস উড়ায়। শব্দ হয় তার উপযোগী l বাঁধন, নিয়মকানুনের বেড়ি থাকে না তেমন l প্রতিটি রচনায় কবিতারা সুরের ঝঙ্কার তুলে চেনা পথে আনমনে হেঁটে চলে পথিকের প্রতিটি অনুভবের সাথে। অবদমিত হেঁয়ালি দিয়ে কবিতার সর্বনাশ করা নয়, আত্মার স্বতঃস্ফূর্ততায় কবিতা তার জগত নির্মাণ করে l অনুভূতিময় শব্দেরা মিছিল করে কবিতার সমর্থনে l সকল দুয়ার খুলে যায়, কবিতার বসতি নির্মিত হয় ভাবের আসমানে।
কবিকে জানাই শুভকামনা l