জীবন কি ?
- জীবন একটি অভিজ্ঞতার নাম l
কিসের অভিজ্ঞতা ?
- ভালোবাসা পাবার অভিজ্ঞতা, উপেক্ষা পাবার অভিজ্ঞতা l
সেই অভিজ্ঞতার প্রকাশ কোথায় ?
- কবিতায়, গল্পে l
যার যেমন অভিজ্ঞতা তার তেমন প্রকাশ l শেষমেষ জীবন হয়ে দাঁড়ায় কিছু গল্প কিছু কবিতা - জীবনের নানা অভিজ্ঞতার, সবুজ অবুঝ মনের প্রকাশ l
কবি ঋত্বিকা রচিত 'কিছু গল্প কিছু কবিতা' এমনই ভাবনাকে নান্দনিকভাবে তুলে ধরেছে l
জীবন কিছু অনুভবের যোগফল যার মধ্যে ব্যথার অনুভবই বেশি l যত সবুজ মন, ব্যথার তীব্রতা, ব্যথার অনুরণন তত বেশি l সেই ব্যথা পাতার পর পাতা জুড়ে কবিতায়, গল্পে ভালোবাসার জনের কাছে বার্তা পাঠাতে থাকে l ভালবাসা সুখকে আশ্রয় করে থাকে, দুঃখের সাথে দূরত্ব তৈরি করে, দুঃখী মন একলা বিরহ যাপন করে, শূন্য ঘরে একাই সুখপাখির সন্ধানে আলো জ্বালায় l
ভালবাসা থেকে বঞ্চিত অভিমানী মন নিজের ভাব ভাবনা উজাড় করে পাতার পর পাতায়, যেন সব কথা লিখে ফেলে একটু হাল্কা হতে চায়, মনের অভিমানগুলোকে লেখার আড়ালে চাপা দিতে চায় l
সবুজ বয়সে আবেগ যত বেশি, গল্প কবিতা হয়ে ততই তার প্রকাশ, তারপর বয়স যত বাড়ে, আবেগ কমে, প্রত্যাশা কমে, ভাবও যায় কমে, তখন আর কবিতা ছন্দ পায় না, গল্প গতি পায় না, নিজের অস্তিত্ব যেন এক অপরিচয়ের আবরণে আড়াল হয়ে যায় l
ভালো কবিতা, শুভেচ্ছা কবিকে l