"কথা অমৃত - ১৫৩" রচনায় কবি মোনায়েম সাহিত্য কর্মপ্রধান মানবজীবনের রূপরেখা অঙ্কন করেছেন l
মানবজীবনে কর্ম করে যাওয়াটাই মুখ্য l এটাই তার ধর্ম l তারপর সফলতা আসে সাধনার পরিনতিতে l
কাজ করে যাবার ক্ষেত্রে অধ্যবসায়, আন্তরিকতা রক্ষা করে চলা তার বর্ম। এমন একজন মানুষ ঘটনার আকস্মিকতায় হতচকিত হয় না l ভাবনার ক্ষেত্রে কিছু ভুল হয়ে যেতে পারে তার l তার জন্য সে কখনও উদ্বেগ, সংশয়ে ভুগে না l সে কর্ম করে যায় নিজের গুনে l সে তার প্রতিজ্ঞাগুলো সর্বদা মনে রাখে l বিশ্বাসে অটল থাকে l কঠোর পরিশ্রমের কারণে সে ক্লান্ত হয়, পরিশ্রান্ত হয়, তবু নিজ বিশ্বাসে অটল থাকে l কখনো আশাহত হয় না l প্রতিটি নিঃশ্বাসে থাকে সেই আশার প্রতিধ্বনি l
প্ররোচনার দহন কখনো তাকে পীড়িত করে না l লোভ তাকে তাড়িত করে না l স্বীয় সাধনার শক্তিতে সে সফলতার পথে এগিয়ে চলে l মনের ভেতর অযথা ক্ষোভ পোষণ করে না l হিংসুক জনের রক্তিম চোখ উপেক্ষা করে l তার প্রতি হিংসা পোষণ করে না l পিছনপানে কি কথা হলো তা এড়িয়ে গিয়ে সে শুধু জানে সম্মুখপানে এগিয়ে যেতে l সর্বদাই সে কর্মব্যস্ত l সে জানে শুধু সাধনার কথা, সাধনায় একাগ্রতার রীতি l জীবনের পথ মসৃণ নয় জেনেও মনে সে কখনো ভয় পায় না l মানবজাতির ইতিহাস অধ্যয়ন করার সময় তার থাকে না, পৃথিবীর ইতিহাস রচনা করার সময় সে পায় না l সদা কর্মঠ এই মানুষের সফল কর্মসাধনায় ইতিহাস রচিত হয় l
সুন্দর রচনার জন্য কবিকে জানাই শুভকামনা l