শুভ জন্মদিন কবি !
ভালবাসা বেঁচে থাকার অবলম্বন l মানুষের সাদামাটা এই জীবনে ভালবাসার স্পর্শ তাকে অমৃতের স্বাদ দান করে l অমৃতলোকের সফরে নিয়ে যায় l কবি আলভী আমীর তাঁর 'কাশফুল' কবিতায় ভালবাসার এই অমোঘ শক্তির সন্ধান করেছেন l
ভালোবাসার অবস্থান মানুষের হৃদয়ের গভীরে l ওপর থেকে বাহ্যিক আচরণ ও কথাবার্তায় হয়তো ভালবাসার প্রকাশ সবসময় হয় না l কিন্তু অন্তঃসলিলা ফল্গু জলধারার মতো হৃদয়ের গভীরে তার প্রবাহ চলে l ভালবাসার সম্পর্ক থেকে অবিমিশ্র সুখ বা দুঃখ নয়, দুয়ের মিশ্রণে জীবন চলে l যেমন মেলে অনির্বচনীয় সুখ, তেমনই কখনো বা ভালবাসার সামান্য আঁচড়ে, কোনো ভুল বুঝাবুঝি, প্রিয়তমার কাছ থেকে সামান্য আঘাত পেলে হৃদয়ে রক্ত ঝরে l কিন্তু এই আঘাত, বেদনা সাময়িক, এবং ভালবাসার থেকে যে আনন্দ ও সুখ মেলে তার তুলনায় খুবই তুচ্ছ l
তাই সমস্ত দুঃখ, অভিমান ভুলে প্রেমিক প্রেমিকা ভালবাসার সপ্ত ডিঙ্গিতে চড়ে সাত সাগরের তীরে তীরে ঘুরে বেড়ায় l দুজনে মিলে পৃথিবীর যাবতীয় সুখ অনুভব করে l সর্ব অর্থে একে অপরের সঙ্গে মিলে গিয়ে আত্মার আত্মীয় হয়ে ওঠে l ভালবাসার শক্তিতে এই পার্থিব ভুবনেই এক স্বপ্ননীড় গড়ে তোলে l সেই সুন্দর ভূবনে বেঁচে থাকার জন্য নতুন করে ইচ্ছা জাগে l সমস্ত মন আশার আনন্দে মেতে ওঠে l প্রিয়তমার কোমল পরশে যেন নীল আকাশে পেখম মেলে ওড়ার অনুভূতি জাগে l যেন কাশফুলের পাপড়ি হয়ে তেপান্তরে ভেসে বেড়ানোর অনুভব হয় l
সুন্দর ভাবনার কবিতার জন্য কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!