কবি সৈয়দ নূর-ই-আলম 'কানামাছি' রচনায় জীবনকে এক বিশেষ আঙ্গিকে বুঝতে চেয়েছেন l জীবনে চলার পথে মানুষের কতো বিচিত্র অভিজ্ঞতা হয় l তার কিছু তাকে সুখের অনুভব দেয় l কিছু অভিজ্ঞতা কষ্টদায়কও হয় l এই মিশ্র অভিজ্ঞতা নিয়ে পথ চলার শেষে জীবনকে তার মনে হয় যেন একটি খেলা, কানামাছি খেলা l সর্বদা অন্বেষণ করে যাওয়া l কখনো প্রার্থিতকে খুঁজে পাওয়া l কখনো শুধু খোঁজাই সার l
জীবন রহস্যময়, বৈচিত্রময়, আপাত বিরোধিতায় পূর্ণ l কার্যকারণসূত্রে ঘটমান ঘটনার ভিড়ে কারণহীনভাবেই ব্যক্তি নিজের থেকে হারিয়ে যায় l স্মৃতির ভাণ্ডার থেকে অনেক অনেক স্মৃতির ঝাঁকুনি দিয়ে তাঁকে তাঁর অস্তিত্বে ফিরিয়ে আনার প্রয়াস চলে l মনকে নিয়ে বিচিত্র রকমের খেলা চলে l তার চাপ পড়ে মনে l এই চাপ কেউ কাটিয়ে উঠতে পারেন l কেউ পারেন না l কেউ সজ্ঞানে কিছু জিনিস ভুলে থাকতে চান l কেউ বা ভুলতে পারেন না কিছুই l প্রতিটি অপ্রিয় অভিজ্ঞতা প্রতিমুহূর্তে আহত করে তাঁদেরকে l অনেক সময় মানুষের নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না l দৃষ্টি যা বলে মন তাতে সায় দেয় না l মন ছুটে যায় অন্য পানে l শীতল জড়তায় মিলনভাবনাপূর্ণ রঙিন বসন্তের অনুভব আসে l জীবনটা যেন এক কানামাছি খেলার মতো l অনেক কিছু দেখার পর, পাবার পরও মনে হয় কিছু যেন এখনো প্রাপ্তির বাইরে, অন্তঃপুরে থেকে গেল l মনের সব চাওয়া কখনোই পূরণ হবার নয় l জীবনভর কানামাছি খেলে যাওয়া শুধু l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!