সুন্দর রচনা
যেমন বৃক্ষ যত বড় হয়, প্রাথমিক প্রয়োজন আলো হাওয়া ছেড়ে ক্রমশ উন্নততর চাহিদা জাগে তার, জীবনসংগ্রামে ক্ষতবিক্ষত মানুষও তেমন মহত্তর অর্জনের আশায় বৃহতের দিকে হাত বাড়ায় l মাটিতে পা রোপিত, তবু দৃষ্টি থাকে আকাশের প্রতি l এই পৃথিবীতে মানুষ আগন্তুকই, কিছুই সে সঙ্গে নিয়ে আসে না, যা কিছু অর্জন সে এই পৃথিবী থেকেই সংগ্রহ করে, যা সংগ্রহ করে, সেটাও নিজের একার কাছে গচ্ছিত রাখে না, যত কষ্টার্জিত সংগ্রহ হোক, সীমার মধ্যে থেকে বা সীমার বাইরে, অধিকার সীমা পেরিয়ে সংগ্রহ করা হোক, সেই সংগ্রহ সে অপরের কাজে, সমাজের কাজে, পরবর্তী প্রজন্মের কাজে নিবেদন করে l নিজেকে বৃহৎ করে গড়ে তুলে সেই বৃহততা অপরের মধ্যে ছড়িয়ে দেয় l
ফলত অনেকে উপকৃত হন, যারা উপকৃত হন তাঁদের নৈরাশ্য দূর হয়, সমাজ, সংসার দেশ একটা বোঝাপড়ায় আসে, একটা সমাধানের সমীকরণ বের হয় l একজনের জীবন সংগ্রামের অভিজ্ঞতার যে লাভ তার ফল ভোগ করেন অন্যজন, কষ্ট, ক্ষত মুছে গিয়ে সমাজ জীবনের শিরায় শিরায় জীবনীশক্তি প্রবাহিত হয় l নবজীবনশক্তি লাভে জীবন আলোয়, শিক্ষায়, অধিকারে হেসে ওঠে l
ধন্যবাদ প্রিয় কবি