মানুষের চাওয়া অনন্ত l সত্যি তার শেষ নেই l এই চাওয়া পার্থিব এবং অপার্থিব l প্রিয়ার হাসিমুখ অপার্থিব চাওয়ার অন্যতম চাওয়া l
কবি যোগেশ বিশ্বাস তাঁর "হাসির জয়" কবিতায় প্রিয়ার মুখের এই হাসির জয়গান গেয়েছেন l একজন মানুষের জীবনে তাঁর প্রিয়জনের সুখ-আল্হাদের গুরুত্ব অসীম l যাকে ভালোবাসি, সে ভালো আছে এই বিশ্বাস এক পরম পাওয়া l ভালো থাকার নিদর্শন মুখের অনাবিল নির্মল হাসি l প্রিয়ার সেই হাসিমুখ যেন গোটা প্রকৃতিকে পুলকিত করে l তার রেশ আপন খেয়ালে ফুলে ফুলে, বনে বনে ঘাসে ঘাসে একটা খুশির দোলা দিয়ে যায় l প্রকৃতি জুড়ে যেন বসন্তের রঙ খেলে যায় l
প্রিয়ার মুখের খুশির হাসি যেন বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে যায় l চারধারে খুশির ঢেউ ওঠে l মন আনন্দে নেচে ওঠে l যেন শীতের সকালে উষ্ণ রোদের পরশ গায়ে এসে লাগে l
প্রিয়ার মুখের হাসি যেন সুরের ঝর্ণাধারায় ভাসিয়ে নিয়ে যায় প্রকৃতির সব সুর l সুরের ঐকতানে প্রকৃতির খেয়ালী শখ, সৃষ্টি, স্থিতি, প্রলয় - ছন্দ ও তানে খেলে ওঠে l মনের কল্পনার জগতে উড়ে বেড়ায় l
প্রিয়ার সুন্দর মুখের হাসির এমন যাদু, নিজের কাজ করার কথাও মনে থাকে না l মনে হয় যেন পৃথিবীর সব কাজ শেষ হয়ে গেছে l অথবা প্রিয়ার খুশির হাসির তুলনায় সে কাজের কোনো গুরুত্ব নাই l নিজেকে নিঃস্ব ফকির অবস্থায় পেয়েও সেই হাসির দর্শনে চরম কিছু প্রাপ্তির বোধ আসে l জীবনের সব লড়াই সংগ্রাম থেকে ছুটি নিয়ে ফকির অবস্থাতেও সেই হাসির সম্পদে নিজেকে সম্পদশালী বলে মনে হয় l
সুন্দর রচনার জন্য কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!