শুভ জন্মদিন কবি !
পৃথিবী জুড়ে চলছে উন্নয়নের দৌড় l আর এই উন্নয়নের নামে বলিদান হচ্ছে প্রকৃতির l নির্বিচারে সবুজ ধ্বংস হচ্ছে l অরণ্য ধ্বংস হচ্ছে l ফসলী জমি নগরায়নের নামে হাতবদল হয়ে চলে যাচ্ছে একশ্রেণীর ব্যবসায়ী, অসাধু চক্রের হাতে l দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে হাত করে, টেবিলের তলায় টাকার আদানপ্রদান করে জমির চরিত্র বদল করে দেয়া হচ্ছে l গ্রাম থেকে গ্রামে ফসলী আবাদী জমিগুলিতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে প্রকল্পের নাম উল্লেখ করে l প্রকৃতি হারিয়ে যাচ্ছে ইঁটের গাদায় l ভারসাম্য বিনষ্ট হচ্ছে l প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ছে যখন তখন l বন্যার জল নেমে যাবার পর জমির পর জমি জুড়ে ইটের কাঠামো জেগে উঠছে l
'সবুজ' শীর্ষক কবিতায় কবি সাবলীল মনির বাংলাদেশ জুড়ে সবুজ প্রকৃতি ধ্বংস করে নগরায়নের যে প্রবণতা শুরু হয়েছে, কংক্রিটে ঢেলে ফেলা হচ্ছে সবুজ প্রান্তর, তার ফলে বিপর্যয়ের যে সম্ভাবনা অনুভূত হচ্ছে, সেই বিষয়ে তাঁর আশঙ্কা ও উদ্বেগের কথা ব্যক্ত করেছেন l এক শ্রেণীর অসাধু মানুষ দেশের কথা, মানুষের কথা বিবেচনা না করে শুধু তাঁদের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে সরকারী আধিকারিকদের টাকার বিনিময়ে হাত করে, দেশে সবুজ রক্ষার যে নিয়মকানুন আছে তাকে লঙ্ঘন করে কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিজমিগুলির চরিত্র বদল করে ইট কাঠ কংক্রিট দিয়ে মুড়ে ফেলছেন দেশটাকে l এক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে দেশ l ভারসাম্য ভেঙে গিয়ে নানা প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ছে l কৃষিপ্রধান দেশে ফসলী জমি কমে আসলে মানুষের রুজি রোজগার ধ্বংস হয়ে যায় l তার সমস্যা l টাউট, বাটপার, দালাল শ্রেণীর মানুষদের এই বিষয়গুলিতে কোনো মাথাব্যথা নেই l তাঁরা শুধু নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত l ফলে কংক্রিটের পর কংক্রিট নগর জীবনযাপনের নতুন ধারা এনেছে l প্রকৃতির রূপ বদলে যাচ্ছে l বাবলা গাছের ছায়া নেই l মাটির সুঘ্রাণ নেই l লাঙ্গল কাঁধে কৃষক নেই l হালের বলদ নেই l সব যেন অতীতের স্মৃতি হয়ে যাদুঘরে ঠাঁই পেয়েছে l
নগরায়নের এই প্রবণতা বিশ্ব জুড়ে চলেছে l বাংলাদেশও তার প্রভাবমুক্ত নয় l ঝলমলে আলোয় ঘেরা কংক্রিটের শহর আকাঙ্খিত এখন l ফলে ফালা ফালা সবুজ সোনার বাংলার বুক চিরে বাংলাদেশ নগরায়নের পথে হেঁটে যাচ্ছে l
সুন্দর কবিতার জন্য কবিকে জানাই শুভকামনা l