পৃথিবী গোলাকার l যেদিক থেকেই ধরি পৃথিবী নামক গোলকের গায়ে কল্পিত যে কোনো বিন্দু সেই গোলকের কেন্দ্রস্থল l এই পৃথিবীর অধিবাসী সকল প্রাণী ও জীবের মধ্যে বহু বিষয় সাধারণ, অর্থাৎ বহু বিষয়েই তাদের অদ্ভুত মিল l তবু নানা বিষয়ে তাদের মধ্যে সংঘর্ষ, বিভেদও প্রচুর l পৃথিবীর বুকে অবস্থানকারী জীবকুলের মধ্যে এই মিল ও তাদের মধ্যে সংঘটিত নানা বৈরিতা বিষয়ে লিখেছেন কবি মোঃ জুলফিকার আলী "জ্যামিতিক কষ্ট" রচনায় l
জ্যামিতি ভৌগোলিক রূপক ব্যবহার করে কবি বিষয়টিকে তাঁর রচনায় এনেছেন l পৃথিবীর বুকে যেখানেই মানুষ বসতি স্থাপন করেছে, সেখানেই দেখা যায় সারিবদ্ধ বাড়ি। বর্গাকৃতি সেগুলির আয়তন। চারিদিকে ছড়ানো সরলরেখ রাস্তাগুলি l সবকিছু বেশ সুন্দর করে সাজানো l প্রায় সর্বত্র মূল বিষয়গুলির ক্ষেত্রে প্রকৃতি একইরকম l চিত্রগুলিও সমগোত্র। যদিও বাড়ির পরিচয়জ্ঞাপক যে নম্বরপ্লেটগুলি, সেগুলি আলাদা l
গোলাকার পৃথিবীর এক এক দিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য l উত্তরে সবুজ ঘাসে ঢাকা পর্বতমালা l যেন কার্পেটের বিছানা পাতা রয়েছে l
তার স্তরে স্তরে অপরূপ সাজ। আবার রয়েছে শিলাময় পর্বতের গায়ে ছুটে চলা ঝর্ণার সারি l
গোলাকার এই পৃথিবী l তার বুকে কতো দেশ, যুগে যুগে কতো বৈচিত্র l কতো স্থানিক তারতম্য l মানচিত্র জুড়ে ছড়ানো থাকে দেশের নামগুলি l
অদ্ভুত সুন্দর রূপকল্প। যতো দেশে যতো মানুষ, সবারই রঙ লাল l সকলে একই পৃথিবীর অধিবাসী l তবু তারা নানান পারস্পরিক স্বার্থে নিজেদের মধ্যে বৈরিতা রচনা করে রেখেছে l তাই নিয়ে যুগে যুগে কতো সংঘর্ষ হয়ে চলেছে l পরস্পরকে কতো কষ্ট দিয়েছে মানুষ l আবার দুঃখে যখন কেঁদেছে, সকলের চোখ থেকে একই গোলাকার অশ্রু ঝরে পড়েছে l এত মিল, তবু তার মধ্যেও আশ্চর্যজনক বৈরিতা l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা l