বাংলা নববর্ষ বরণ হলো বাংলাভাষী প্রতিটি অঞ্চলে নিজেদের মতো করে । আনুষ্ঠানিকতায় ও ব্যক্তিগত পর্যায়ে । কবি বৃষ্টি মন্ডল (মেঘবালিকা) "এসো হে বৈশাখ" রচনায় আবেগাপ্লুত ভাষায় নববর্ষকে বরণ করেছেন । প্রতিবছর নব নব রূপে বৈশাখ এসে মানুষের প্রাণে আনন্দ ও উদ্দীপনা সঞ্চার করে । বৈশাখের সুগন্ধকে নাচে গানে বরণ করে নেয় মানুষ । কবি পুরনো যত গ্লানি, বিষন্নতাকে বিসর্জন দিয়ে বৈশাখকে আমন্ত্রণ করছেন ।
নতুন বছরে নতুন করে শপথ নেয় মানুষ । পুরনো শত্রুতা ভুলে সকলকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করার সংকল্প নেয় । কাউকে আঘাত দিয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে । সব দুঃখ অভিমান ভুলে যেতে চায় । পুরাতন বছরের সাথে পুরাতন যতো অপরাধ সব ভুলে যাক মানুষ এই কামনা করেন কবি ।
বসন্তের অন্তে বৈশাখের আগমনের মধ্যে দিয়ে নতুন বছরের পথ চলা শুরু হয় । বসন্তের কোকিলের কুহু তানে এখনও আকাশ বাতাস মুখরিত । সেই সুরে সুর মিলিয়ে নাচে গানে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ ।
কবিকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ! !