প্রতিটি জীবন এক সুরের দোলনে ঝংকৃত l মিলনের আকাঙ্ক্ষা অন্তরে নিয়ে অনন্ত তার সন্ধান l কখনো সুর ও সুন্দরের সমাবেশে মনের মানুষের দেখা মেলে l নানান পছন্দের বর্ণ, শব্দ আকর্ষণের মাত্রা বাড়িয়ে তোলে l মুক্ত বাতায়নে প্রেমের অনুভব পরস্পরকে মানসিকভাবে কাছে নিয়ে আসে l কিন্তু সে প্রেম খেলাঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে l নীরব, কায়াশূন্য প্রেম মানসিক অনুভূতির মধ্যে দিয়ে বৃদ্ধি পেতে থাকে l
দুই সুর ও হৃদয়ের এই মিলন অব্যাহত থাকে l সঙ্কোচহীনভাবে তারা পাশাপাশি বসে l শান্ত, পেলব অনুভবে একের কোলে অপরের মাথা আশ্রয় পেয়ে যায়, একমাথা চুলে নরম কোমল হাত বিলি কেটে চলে l প্রেমের অনুভবে মানসিক একাত্মবোধ এলেও শারীরিক বিষয়ে দুরত্ব রক্ষার কথা ভুলে না তারা।
প্রেমের পারিজাত বনে নিজেদের প্রেমকে আপন আপন শরীরের মধ্যেই গোপন রাখে তারা l মনের অন্তরে পরস্পরকে চুম্বনের দৃশ্য কল্পনা করে যায় l উভয়ের চোখ নিজ নিজ প্রেমবোধের একতারার সুরে মন ভরে পরস্পরকে দেখে যায় l
এই আবেগঘন উচ্ছ্বাস প্রেমের মহাসাগরে পরস্পরের প্রতি এক মায়াবী বিশ্বাস গড়ে তোলে l দেহে মনে প্রেমের গভীর অনুভবের তরঙ্গ ওঠে l সেই অনুভব পূর্ণতার পথে বিকাশের জন্য মুক্তির পথ খুঁজে বেড়ায় l
তাই হয় l দুজনই প্রেমের পথে ভেসে যায় l কিন্তু একা একা l পাশাপাশি, কিন্তু অনেকটা দূরে l হাতে হাত, চোখে চোখ, মন গেঁথে যায় মনে । কাল্পনিক সব মিলনদৃশ্যে দুই মন সন্তুষ্টিতে ভরে যায় l দেহের নিত্য তফাত মেনেই শুদ্ধ প্রেম এগিয়ে চলে।
এ যেন এক স্বর্গীয় ভালবাসা ! সেখানেই দুই প্রেমী শান্তির ভাষা খুঁজে পায় l এভাবেই মিলিত হবার, প্রেমের পূর্ণতার আশা বেঁচে থাকে l সমসুরের মাঝে ধ্রুবকের মতো এক সত্য পথ দেখিয়ে যায় l
কবি সুমিত্র দত্ত রায়কে তাঁর ৫৫০ তম কবিতা 'একতারা' র জন্য আন্তরিক অভিনন্দন জানাই !!