নারী এবং পুরুষ প্রকৃতির নিয়মে, সামাজিক নিয়মে ভালোবাসার নিয়মে বেঁধে যায় l এই বন্ধনজীবন তারা যাপন করে নিজ নিজ মতো করে l কারুর ক্ষেত্রে ভালোবাসার প্রকাশ প্রকট l কারুর ক্ষেত্রে তা অন্তঃসলিলা l যেখানে প্রগাঢ় পারস্পরিক প্রেম, সেখানেও সেই প্রেমের বাহ্য আয়োজনে ঘাটতি থেকে যায় l এমনই এক যুগলকে ভিত্তি করে "এক নামের অনেক কবিতা" শীর্ষক প্রেমের কবিতাটি রচনা করার প্রয়াস করেছেন কবি আগুন নদী l
ভেতরে প্রেমের অভাব নেই কিন্তু তার বাহ্য প্রকাশের কোনো গরজ নেই, ভালোবাসা জাহির করার কোনো আয়োজন নেই, এমন উদাসীন প্রেমিককে সঠিকভাবেই 'আনাড়ি' বলেছেন কবি l সংসারজীবনের অন্য নানা দায় ও কর্তব্যের চাপে, পারিপার্শ্বিক নানা কারণে প্রেম ভালোবাসার দৈনিক প্রদর্শন বিষয়টিকে ভুলে যায় প্রেমিক l প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিশেষ কিছু দিনের, তিথির আলাদা গুরুত্ব থাকে l সেই গুরুত্বও বিস্মৃত হন সেই প্রেমিক l কিন্তু তার ভালোবাসাকে নির্ভর করে আছে যে প্রেমিকা, সে কিন্তু এই ভালোবাসার সম্পর্কের বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল এবং আবেগপূর্ণ l ঠিক সময়মতো সে তার ভালোবাসারজনকে বিষয়টি স্মরণ করায় l প্রেমিক আনাড়ি, কিন্তু তার হৃদয়ে প্রেম গভীর l ফলে নিজে সে যে দিনের কথা ভুলে গিয়েছিল, তা তাকে মনে করিয়ে দেওয়ায় তার প্রেম জেগে ওঠে l নিজের প্রেমিকাকে নিয়ে সেই বিশেষ দিনে নানা আয়োজনে প্রেমকে উদযাপন করে সে, প্রেমকে উপভোগ করে সে l দিন মাস বছরের গণনায় সে অপটু, প্রেমকে নানা আয়োজনের দ্বারা প্রদর্শন করার ব্যাপারে সে উদাসীন, কিন্তু বিশেষ দিনগুলিতে যখন প্রেমের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন প্রেমবর্ষণে সে উদার l কারণ তার প্রেম গভীর l সেই বিশেষ দিনে শ্রাবনের বারিধারার মতো তার প্রেম শত আয়োজনে ঝর ঝর করে ঝরে পড়ে l প্রেমের বিষয়ে সে আনাড়ি, কিন্তু দায়িত্বহীন নয় l এভাবেই প্রতি শ্রাবণের প্রথম দিনে সে প্রেমকে উপলক্ষ্য করে কবিতা লেখে, অনেক অনেক কবিতা লেখা হয়ে যায়, সব এক শিরোনামে l
বছরের পর বছর একই ঘটনার পুনরাবৃত্তি হয় l আবার সেই নৈমিত্তিক জীবনযাপন l ভেতরে প্রগাঢ় প্রেম এবং তার প্রকাশে আয়োজনের দীনতা l আবার আষাঢ়ের শেষ দিনে প্রেয়সীর উদ্যোগ এবং আনাড়ি প্রেমিকের একদিনের জন্য হলেও দায়িত্বশীল প্রেমিক হয়ে ওঠা l এভাবেই প্রেম বেঁচে থাকে একেকজনের ক্ষেত্রে একেকরকম করে l
##
কবিতাটির একটি সমৃদ্ধ আলোচনা পড়েছি l করেছেন প্রিয় কবি ও এই আসরের অন্যতম আলোচক সমীর প্রামাণিক l সেই আলোচনার প্রেক্ষিতে অনেক কবিবন্ধুর মন্তব্য প্রতিমন্তব্য পড়ে সমৃদ্ধ হয়েছি l তবু কবিতাটি নিজের মতো করে বুঝে নিতে মন চাইল l তাই এই প্রয়াস l
সুন্দর একটি কবিতার জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন !!