শুভ জন্মদিন কবি !
জীবন এক অনুসন্ধান l বহু বহু প্রশ্ন করার ক্ষেত্র l জীবন যেমন এগিয়ে চলে প্রশ্ন ততই বাড়তে থাকে l জীবনকে ঘিরে এমনই নানা প্রশ্ন, সংশয় দোলা দিয়েছে 'অবক্ষয়' রচনার রচয়িতা কবি রাজেশ গরাইকে l
জীবনে অনেক প্রাপ্তিযোগ ঘটে l আবার অনেক কিছু হাতছাড়া হয়ে যায় l এই প্রাপ্তি এবং হারানো মিলে জীবন এগিয়ে চলে l এ এক যাত্রাপথ l নাবিকের বেশে, পথিকের বেশে, দেশে বিদেশে জীবনের পথ চলা l জানা অজানা পথে ভেসে যাওয়া l অন্তর থেকে অনন্ত সন্ধান প্রতিটি চলার পথে l প্রাপ্তিতে আনন্দ l অপ্রাপ্তির দুঃখ, বেদনা l কখনো বা হারিয়ে যায় পথ l হারিয়ে যায় পরম প্রিয় সম্পদ l তাত্ক্ষণিকভাবে অনেকসময় বোঝা যায় না কি হারিয়ে গেল l আপন সত্ত্বা হারিয়ে যায় কখনো l অজানাকে পেতে গিয়ে জানাকে হারিয়ে ফেলা l
বিশ্বপথিক, বিশ্বমানবের নিজের আলাদা কোনো দেশ, জাতি থাকে না l সবার সঙ্গে মিলেমিশেই তার পরিচয় গড়ে ওঠে l আকাশের ছোটো ছোটো ক্ষয়ের মধ্যে আপন সত্ত্বার বিলোপ হয় l নিজের স্বর, সুর গানের সন্ধানে বৃহতের সঙ্গে মিশে যেতে চায় l কিন্তু সফলতা মেলে না অনেক ক্ষেত্রেই l সুর গানে পরিণত হয় না l অসফতার কারণে অভিমান হয় l নিজের সর্বস্ব লুটিয়ে দিয়েও বৃহতের থেকে নিজেকে বিচ্ছিন্ন দেখে মনে অনেক অভিমানী প্রশ্ন জাগে l
কবিকে জানাই শুভকামনা !!