মানুষের মন কৌতুহলপ্রবণ । সবকিছু সে জানতে চায় । বুঝতে চায় । তার জ্ঞানবুদ্ধিমতো পারিপার্শ্বিক রহস্য সে উন্মোচন করতে চায় । মনে অনেক প্রশ্ন দানা বাঁধে । উত্তর খুঁজে পেতে চায় সে । কিন্তু উত্তর খুঁজে পাওয়াও সহজ নয় । সমাজের নানা অনুশাসন, বিধিনিষেধ যেন পাথরচাপা দিয়ে বন্ধ করে দেয় উত্তর পাবার সব অভিমুখ । মনের প্রশ্ন মনেই মরতে শুরু করে । কৌতুহল নিবৃত্ত হয় না । অতৃপ্তির আগুণে জ্বলে পুড়ে যায় মনপ্রাণ ।
মানুষের নিজেকে উজাড় করে দেবার প্রয়াস আর প্রতিটি পদচারণায় সুড়ঙ্গমুখের বন্ধ দ্বার যেভাবে তার প্রকাশকে রুদ্ধ করে দেয় সেই যন্ত্রণা ও ক্লান্তির আর্তি ফুটে উঠেছে আসরে নবাগতা কবি আভা সরকার মন্ডলের রূপক রচনা 'দাবানলে' ।
মনে অসংখ্য প্রশ্ন, কৌতুহল । উত্তর না পেয়ে একাকী মন ক্লান্ত । উত্তর পাবার পথেও অনেক বাধা । নির্জন পথের সুড়ঙ্গমুখ পাথরচাপা । অপেক্ষায় অপেক্ষায় ধৈর্য্যচ্যুতি হয় । ক্লান্তি বাড়ে । প্রশ্নবাণে বিদ্ধ হতে থাকে সমগ্র সত্তা । পাথর হৃদয়ও দাবানলে ঝলসে যায় ।
কবিকে জানাই শুভকামনা ।