মনের কথা প্রকাশ করার কতো মাধ্যম থাকে l শুধু মান্য ভাষায় নয়, অন্য বহু ভাষাতেও মনের ভাব ফুটে ওঠে l নীরবতা নিজেই একটি ভাষা l কোনো শব্দ উচ্চারণ না করে শুধু চোখের চাহনিতেই অনেক কথা বলে দেয়া যায় l একজনের নীরবে পথ চলা আর তীক্ষ্ণ চোখের চাহনি দহন করে তার প্রিয়তমাকে l "চুপ কথা" রচনায় কবি জয়িতা দত্ত নীরব যে ভাষা, তার আবেদন ও শক্তির রূপরেখা অঙ্কন করেছেন l
বয়স বৃদ্ধির সঙ্গে অভিব্যক্তি প্রকাশের প্রবাহে তারতম্য আসে l পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় l শরীর ঘিরে যখন শুরু হয় নানান পরিবর্তনের খেলা, আর তার সঙ্গে প্রকৃতি জুড়ে রঙবাহারি সাজ, তখন পুরুষ এবং নারী একে অপরের কাছে অতীত চেনা পরিচিতির গন্ডি ছাড়িয়ে অপরিচিতির অবগুণ্ঠনে আবৃত হয় l শিশুকালের রূপকথার গল্প, জলপরীদের গল্প শুনে উচ্ছ্বাস প্রকাশের বিষয় পিছনে পড়ে যায় l বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুসুলভ সরল চপলতায় কথার অনর্গল ফুলঝুরি ছোটার দিন ক্রমে পিছনে সরে যায় l যখন যৌবনের আগমন হয় দেহে, মনে বিচিত্র ভাবের জন্ম হয়, পরস্পর নতুনভাবে প্রতিভাত হয়, তখন চোখের দৃষ্টিরও পরিবর্তন হয় l
শূণ্য সেই দৃষ্টি যেন অনেক কথা বলতে চায় l বহু বিচিত্র ভাবনা খেলে ওঠে মনের মধ্যে l শৈশবের সেই ফেলে আসা দিনগুলির কথা মনে পড়ে যখন কতো সহজে পরস্পরের সঙ্গে মেলামেশা করা যেত, কোনো অভিসন্ধি ছাড়াই শিশুসুলভ সরলতায় পরস্পরকে আলিঙ্গন করা যেত l সেই জলপরী, রূপকথার দিন পিছনে চলে গেছে l শরীরে এসেছে যৌবন, প্রকৃতিতে বসন্তের সাজ, হাওয়ায় কৃষ্ণচূড়া দোলে, বাতাসে কামনার ছোঁয়া l মুখে কথা ফোটে না l কিন্তু চোখের চাহনিতে অনেক কথা বলা হয়ে যায় l মনের যতো ভাব সব নীরবে চোখের ভাষায় কথা বলতে চায় l জীবনে এসে যায় অনেক জটিলতা l তবু সব কিছুর মাঝে বহু বহু বছর বাদে ভিন্ন কামনায় সেই শিশুকালের সাথীটিকে আলিঙ্গন করতে ইচ্ছা হয় l
কবিকে জানাই শুভকামনা !!