চোখও কথা কয়" শিরোনাম পড়ে মনে হলো প্রেমের কবিতা l কিন্তু কবিতাটি পড়ে সে ভুল ভাঙল l কবি শম্পা ঘোষ রচনাটির মধ্যে দিয়ে বর্তমানের সমাজচিত্র তুলে ধরেছেন l বিবর্তনের পথে বর্তমান দিনে সমাজ এক অদ্ভুত রূপ নিয়েছে l ক্ষমতার কুশীলব পরিবর্তিত হয়েছে l আজ অজ্ঞানীরা জ্ঞানের আকর হয়ে বসে আছেন l তারাই সমাজকে নিজেদের মতো করে চালিত করছেন l নিজেদের মতো করে মানুষকে যা ইচ্ছা বোঝাচ্ছেন l চারিদিকে তাদেরই কথামালা চলেছে l তাদের নির্দেশমতোই সবকিছু ঘটে চলেছে l আজকের দিনে প্রকৃত যাঁরা জ্ঞানী তাঁরা চলে গেছেন পর্দার আড়ালে l তাঁরা নিজেদের মতো করে অধ্যয়ন করতে পারছেন না l নিজেদের অর্জিত জ্ঞান দ্বারা সমাজকে সমৃদ্ধ করতে পারছেন না l চতুর্দিকে একটা বিধিনিষেধের মধ্যে দিয়ে তাঁদের চলতে হয় l অজ্ঞানীরা প্রকৃত জ্ঞানীদের জ্ঞানকে তুচ্ছ করে নিজেদের টাকা ও ক্ষমতার প্রভাববলে অজ্ঞানকে জ্ঞানের মোড়ক মুড়ে সমাজে গ্রহণযোগ্য করে তোলেন l তাদের হাতে অগাধ টাকা l অসীম ক্ষমতা l ফলে তারা যেরকম চান, সেরকমই করতে পারেন l মানুষজন তাদের কথা শুনতে বাধ্য l ক্ষমতার এই নতুন মেরুকরণে অভ্যস্ত হয়ে পড়েন সবাই l বাঁকা পথটাকেই সোজা বলে ভ্রম হয় l যতো সুযোগ সুবিধা সব বিশেষ একশ্রেণীর মানুষেরা ভোগ করে চলেছেন l তাদের মর্জিমতো সবকিছু চলছে l নিজেদের সুবিধার্থে নিয়ম নীতি তৈরি করছেন l বুদ্ধি ভাঁজছেন l গায়ের জোরে মানুষকে ভয় দেখিয়ে তাদের সর্বস্ব লুট করে নিজেদের ঘর ভরছেন l মানুষেরা অসহায় l কেঁদে চলেছেন l তার কোনো প্রতিকার পাচ্ছেন না l চারিদিকে প্রযুক্তির দাপটে যেন উন্নয়নের জোয়ার এসেছে বলে মনে হয় l কিন্তু কিছু মানুষ এত বিষাক্ত হয়ে উঠেছেন যে তাদের স্পর্শে যেন শরীরমন অপবিত্র হয় l তার শোধন প্রয়োজন হয় l
বর্তমান দিনে সমাজের চালিকাশক্তি সেই মুষ্টিমেয় কিছু ধনকুবের ক্ষমতাধর ব্যক্তির হাতে l একদিকে মানুষের কান্না আর অপরদিকে এই ক্ষমতাধর ব্যক্তিদের ভাষণবাজি - তার মধ্যে দিয়ে টালমাটাল পথে সমাজ চলেছে l এই ক্ষমতাধর ব্যক্তিদের যতো অপকর্ম, অকারণ রক্তপাত - সব অসহায় মানুষদের অনুমোদন পেয়ে যাচ্ছে l এরকম এক বিষম অবস্থার মধ্যে দিয়ে আজ সমাজ চলেছে l
কবিকে জানাই শুভকামনা !!