এই পৃথিবীতে আনন্দময় নিরাপদ জীবনযাপনের জন্য নির্ভরযোগ্য সম্পর্কের প্রয়োজন l সেই সম্পর্কের শক্তিতে জীবনের যতো ওঠা পড়া পার হয়ে যায় মানুষ l মানবশিশু জন্মলাভের পর জীবনের প্রথম নির্ভরযোগ্য সাথী পায় মা-বাবাকে l মায়ের মমতা, বাবার সাহস তার সব দুঃখবেদনাকে লাঘব করে দেয় l এ সম্পর্ক শর্তহীন l সহজাত l জন্ম অধিকারে প্রাপ্ত l
বয়স বেড়ে মানুষ যখন সাবালক সাবালিকা হয়, নিজের জীবনকে পূর্ণ করার লক্ষ্যে, সৃষ্টির নিয়ম মেনে নতুন করে সম্পর্ক স্থাপন করতে হয় l জীবনে চলার পথে সাথী জোগাড় করে নিতে হয় l কারণ একা জীবন অতিবাহিত করা যায় না l মা বাবার সহযোগ চিরকাল থাকে না l
"চাপা পড়া প্রেম" কবিতায় কবি করবী ডলি সাউ পিতামাতার সঙ্গে সন্তানের নির্ভরযোগ্য সম্পর্কের নিরিখে নতুন এই সম্পর্কের অনিশ্চয়তার দিকটি তুলে ধরার প্রয়াস করেছেন l
জীবনসাথী খুঁজে নেবার সময় মানুষ খুব সতর্ক থাকে l মনে অনেক স্বপ্ন থাকে l সেই স্বপ্নকে ঘিরে অনেক কথা হয় l পরস্পরকে চিনে, বুঝে নেবার বিষয় থাকে l বহু শর্ত আরোপ হয় l আনুষ্ঠানিকতা পেরিয়ে বা প্রেম ভালবাসার পরিণতিতে একটা স্থায়ী সম্পর্ক স্থাপিত হয় l
এই সম্পর্ক সহজাত নয় l প্রতি মুহূর্তে পরীক্ষার সম্মুখীন l পরস্পরের কাছে দাবি করে ভালবাসা ও দায়বদ্ধতা l যে কথাবার্তা ও পারস্পরিক প্রতিশ্রুতির ভিত্তিতে এই সম্পর্ক স্থাপিত হয়েছিল, প্রতি মুহূর্তে তা পূরণ করে চলার দায় এসে যায় l পান থেকে চুন খসলেই জবাবদিহির বিষয় থাকে l এই হিসাবনিকাশে প্রকৃত প্রেম কোথায় চাপা পড়ে যায় l সময় এগিয়ে চলে l বয়স বেড়ে চলে l কিন্তু নিত্য বাদ বিতন্ডায় সম্পর্কে শীতলতা চলে আসে l একসঙ্গেই থাকা হয় l কিন্তু আপনত্ব দূরে চলে যায় l
একটা পর্বে, প্রাথমিক অবস্থায়, একটি পক্ষ থেকে এই সম্পর্ককে ভালবাসাময়, কার্যকর করে তোলার জন্য মানিয়ে চলার প্রয়াস হয় l অপরপক্ষের সব চাওয়ার সঙ্গে আপোস করে নেবার প্রয়াস থাকে l অনেক আজগুবি জিনিসও মেনে নিতে হয় l কিন্তু সেই ত্যাগস্বীকার যখন কাঙ্খিত পথে যায় না তখন ধৈর্যচ্যুতি হয় l মনকে তখন অন্যপথে চালিত করতে হয় l আন্তরিকতা কমে আসে l অভিনয় ও ভান করে, অনেক কিছুর প্রতি বধির থেকে দিনানিপাত করে যেতে হয় l
কিছু সম্পর্ক এর থেকেও খারাপ দিকে যেতে পারে l প্রেম চাপা পড়ে গিয়ে মানুষের হিংস্র, রুক্ষ রূপ সামনে চলে আসে l অকারণে জীবনসাথীর প্রতি তিরস্কার, গঞ্জনা বর্ষিত হতে থাকে l সম্পর্কের আন্তরিকতা, পারস্পরিক বিশ্বাস হারিয়ে গিয়ে নিত্য ছলনার আক্রমণে হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় l সম্পর্ক অর্থহীন হয়ে যাবার এই বেদনা, এই হতাশা সীমাহীন l
যে সম্পর্ক শুরু হয়েছিল সাথে চলার অঙ্গীকার নিয়ে, তা বিস্মৃতির কোলে মিলিয়ে যায় l সম্পর্ক অর্থহীন হয়ে পড়ার কারণে একসাথে থেকেও দুজনই যেন একলা জীবন যাপন করে চলে l জীবনে চলার একক সেই পথ বড়ো দুর্গম l জীবনের অনেক হিসাব সেখানে মেলে না l দুঃখ বেদনায় কাউকে পাশে পাওয়া যায় না l কঠিন মুহূর্তে কোনো নির্ভরযোগ্য আশ্রয় থাকে না l নিজ নিজ জগত নিয়ে দুজনই মগ্ন থাকে l একে অপরের প্রতি ভাবনাহীন l দুজনের যেন দুই মেরুতে বাস l যে প্রেম ভালোবাসার ভিত্তিতে, যে স্বপ্নের আশায় এই সম্পর্কের শুরু তা যেন কোথায় হারিয়ে যায় l
যে কোনো সম্পর্কে পারস্পরিক ভালবাসা এক গুরুত্বপূর্ণ অনুঘটক l এই প্রেম, ভালোবাসা যদি হারিয়ে যায়, চাপা পড়ে যায়, জীবনের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, বৈষয়িক বিষয়গুলি যদি সেই স্থান দখল করে নেয়, ব্যক্তিত্বের অহং, দায়িত্বহীনতা বা সহনশীলতার অভাব যদি প্রকট হয়, তাহলে সম্পর্ক তার ঈপ্সিত অভিমুখ পায় না l
সুন্দর রচনার জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন !!