শুভ জন্মদিন কবি !
পৃথিবীর বয়স কতো তা বিজ্ঞানী ও ভূতত্ববিদ্ দের গবেষণার বিষয় l কোটি কোটি বছর পূর্বে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবী যখন সৃষ্টি হলো, তা ছিলো এক জ্বলন্ত গ্যাসের গোলা l তারপরে বহু বহু বছর ধরে তাপ বিকিরণ করতে করতে পৃথিবী বর্তমান অবস্থায় পৌঁছেছে l উত্তপ্ত ভূমন্ডলকে শীতল হতে, পৃথিবীকে জীবের বাসযোগ্য করে গড়ে তুলতে বৃষ্টিপাত বিরাট ভূমিকা পালন করেছে l "বৃষ্টির ছন্দ" কবিতায় কবি মো: জাহিদ এই বিষয়টিকে সুন্দর কাব্যিক রূপে প্রকাশ করেছেন l
প্রকৃতি তার নানা রূপে আমাদের প্রভাবিত করে l আকৃষ্ট করে l তার নানা সৃষ্টি আমাদের মনকে প্রশান্তি দেয় l এক মহাতুষ্টি প্রদান করে l বৃষ্টিপাত প্রকৃতির এমনই এক মহাসৃষ্টি l ভূমন্ডল যখন প্রচন্ড তাপে জ্বলছিল, তীব্র খরা গ্রাস করেছিল গোটা পৃথিবীকে, তখন কালো মেঘের ঘন বর্ষণ হিমশীতল জল ঢেলে দিয়ে পৃথিবীকে শীতল করে এবং সেখানে প্রাণের জোয়ার সৃষ্টি হয় l সৃষ্টি হবার পর থেকে বৃষ্টিপাতের জন্য উত্তপ্ত পৃথিবীকে বহু সহস্রাব্দ অপেক্ষা করতে হয়েছে l মেরুপ্রদেশ থেকে শুরু করে সমগ্র পৃথিবী বৃষ্টির মুখ চেয়ে বসেছিল কত কত যুগ l তারপর বৃষ্টিপাত শুরু হলো l রুক্ষতা দূর হয়ে বৃষ্টির ছন্দে পৃথিবী নেচে উঠল l প্রাণের হিন্দোল খেলে গেল গোটা পৃথিবী জুড়ে l বৃষ্টির এই অমর স্পর্শে পৃথিবীর সৃষ্টি সার্থক হয়ে উঠল l প্রাণপ্রাচুর্যে ভরপুর হয়ে পৃথিবীর টিকে থাকাটাও নিয়মিত স্বাভাবিক বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল l তাই পৃথিবীবাসীর কামনা বৃষ্টিপাত নিয়মিত যেন হতে থাকে l তাহলেই মহাপ্রলয় পৃথিবীকে গ্রাস করতে পারবে না l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !