শুভ জন্মদিন কবি !
প্রেম - তার কতো রূপ l মানবপ্রেম থেকে দেশপ্রেম l যে দেশে মানুষের জন্ম, যার জল হাওয়ায় বেড়ে ওঠা, সেই মাতৃসমা দেশভূমির প্রতি এক অনুরাগ সে অনুভব করে জন্ম থেকেই l কবি সায়েম আহম্মেদ আলভি তাঁর "নীল পরী" কবিতায় মাতৃভূমি বাংলাদেশের প্রতি তাঁর এই অনুরাগের কথা প্রকাশ করেছেন l
কবিকল্পনায় লালপরী, নীলপরী আসে l এই পরীর জগত হলো এক সব পেয়েছির জগত l বাস্তব জগতে কোনো দেশই মানুষের সব চাহিদা, সব প্রয়োজন মেটাতে পারে না l অনেক প্রাপ্তির পরেও কিছু অপ্রাপ্তির বেদনা থাকে l দেশের এই অপূর্ণতা কবিকে ব্যথিত করে l এই অপূর্ণতা দূর করতে চান কবি l কল্পনাকে আশ্রয় করে তিনি নীলপরীর শরণ নেন l নীল পরীর জগতে গিয়ে এই সব পেয়েছির সন্ধান করতে চান l প্রথমে তিনি নীলপরী কোথায় থাকেন, সেটা জানতে চান l তাঁর সঙ্গে তাঁর দেশে যেতে চান l কবির জানা মতে নীলপরীর দেশটি স্বপ্নের এক জগত যা অতীব সুন্দর l যেন শিল্পীর তুলিতে আঁকা এক সুন্দর নগরী l প্রাকৃতিক সৌন্দর্যে, বৈভবে সমৃদ্ধ l সেখানে কারো কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না l প্রেম ভালোবাসায় পূর্ণ এই সুন্দর জগত সকলেরই কাঙ্খিত l দেশপ্রেমিক কবি তাঁর নিজের দেশ বাংলাদেশকে এমনই সুন্দর, এমনই বৈভবশালী দেখতে চান l কিভাবে সেটা সম্ভব সেটাই তিনি শিখতে চান, জানতে চান নীলপরীর জগতে গিয়ে l কোন্ জাদু রঙতুলিতে একটি দেশ সর্বার্থে সুন্দর হয়ে ওঠে সেই কলা রপ্ত করতে চান কবি l এই অধীত বিদ্যা তিনি প্রয়োগ করবেন তাঁর মাতৃভূমিকে সুন্দর করে গড়ে তোলার জন্য l নীলপরীর জগতে গিয়ে নীলপরীর তত্বাবধানে কবি তাঁর জন্মভূমি বাংলাদেশকে সর্বাঙ্গসুন্দর করে সৃজন করার এই কুশলতা অর্জন করে নিতে চান l
কবিকে জানাই শুভকামনা !!