মানবতাবাদী "বিবেকের দায়" রচনায় সহজ সরল ভাষায় যুগযন্ত্রণাকে প্রকাশ করেছেন কবি আলম মুহাম্মদ l
আদিম মানুষ তার আদিমতা বিসর্জন দিয়ে সভ্যতা গড়ে তুলেছিলেন l অনেক মানবতাবাদী পদক্ষেপ সভ্যতার যাত্রাপথকে মসৃণ করে তুলেছে l নানা বাধা বিপত্তি পেরিয়ে সভ্যতার বিজয়রথ এগিয়ে গেছে সামনের পানে l
কিন্তু কখনো কখনো মানবজাতি অন্ধকার তিমিরে নিমজ্জিত হয়েছে l পরস্পরের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ থেকে একসাথে যুক্ত হয়ে সমাজ গড়ে তুলেছে যে মানবজাতি, সেই মানুষ তার দায়িত্ব, কর্তব্য ভুলে গিয়ে তার মানবিক গুণ হারিয়ে ফেলেছে l স্বার্থপরতার দুর্বলতা পেয়ে বসেছে মানুষকে l তার শরীরে যেন মানুষের রক্ত নেই l বাহু বলহীন l অত্যাচার সীমাহীন হলেও সে প্রতিবাদ করে না l পড়ে পড়ে মার খায় এবং নিজ মর্যাদা, আত্মসম্মান ভুলে গিয়ে অত্যাচারীর মহিমা কীর্তন করে l
আজকের দিনে মানুষ এতটাই স্বার্থপর ও ভীতু হয়ে পড়েছে যে চোখের সামনে কত অগণিত মানুষজন
নিত্যদিন অত্যাচারের শিকার হয়, হারিয়ে যায় - এটা দেখেও সে প্রতিবাদ করে না l তাদের রক্ষা করার জন্য এগিয়ে আসে না l
স্বার্থপরের মতো সে চিন্তা করে অত্যাচারিত ব্যক্তি যেহেতু তার নিজের কেউ নয়, তাই তার প্রতিবাদ করার কোনো দায় বা প্রয়োজন নেই l চোখের সামনে এইভাবে সে অপরকে মরতে দেখে l একথা তার মনে হয় না যে সেই মৃত ব্যক্তিও কারো আপনজন, প্রিয়জন হতে পারে l
বর্তমানে রাজনীতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে নীতির দোহাই দিয়ে মানুষের ক্ষতি করা হচ্ছে, তার জীবনযাপন দুর্বিষহ করে তোলা হচ্ছে l
কিন্তু মানুষ কি চিরকালের জন্য তার মনুষ্যত্ববোধ বিকিয়ে দিয়েছে ? তার বিবেকবোধ কি পুনরায় জাগ্রত হবে না ? সকলের রক্তের রঙ এক, সকল মানুষের চোখের জল নোনতা এই বোধ কি মানুষের ফিরবে না ?
মানুষ আবার মনুষ্যত্ববোধে উদ্দীপ্ত হয়ে সভ্যতাকে নতুন কাঙ্খিত পথে চালিত করবে - এই প্রত্যাশা সকলের l
সুন্দর মানবতাবাদী কবিতার জন্য কবিকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা !!