একটি শিশুর বেড়ে ওঠার পিছনে বাবার ভূমিকা অসীম l মা বাবা দুজন মিলেই আদর ভালবাসা কর্তব্যবোধ দিয়ে শিশুকে গড়ে তোলেন l "বাবা তুমিই অধিকারী" রচনায় কবি আক্তার ফারুক শিশুর জীবনে বাবার এই বটবৃক্ষ ভূমিকার কথা এনেছেন l বাবারা মায়েদের মতোই সন্তানকে ভালবাসেন l কিন্তু মা যেমন তাঁর ভালবাসা নির্দ্বিধায়, অকপটে প্রকাশ করেন, বাবারা তা করেন না l বাবার ভালবাসা কিছুটা চাপা থাকে, অন্তঃসলিল নদীর মতো l তাঁরা একটু অভিমানী হন l একটুতেই রেগে যান l সন্তান ছোটখাটো ভুল করলেও রাগ প্রকাশ করে ফেলেন l মায়েদের মতো নিঃশর্তভাবে ভালবাসা, স্নেহ প্রকাশ করতে পারেন না l কিন্তু তিনি সন্তানের প্রতি নিষ্ঠুর এমন নয় l
বাবা সন্তানের প্রতি দয়াবান l শুধু নিয়মনীতির প্রশ্নে মাঝে মাঝে একটু কঠোর হয়ে পড়েন, এই যা l
বাবা যখন তাঁর সন্তানের ওপর রেগে যান, চোখ রাঙিয়ে সেই রাগ প্রকাশ করেন, সন্তানের দিক থেকে ভাবলে সেটা এক বিপর্যয়ের সময় l তার ভেতরটা যেন শুকিয়ে যায় l শিশুর সবচেয়ে বড়ো ভরসার জায়গাটা তার ওপর রুষ্ট হয়েছে, এমন ভাবনায় সে নিজেকে বড়ো অসহায় মনে করে l যেন সে এক গভীর আবর্তে নিক্ষিপ্ত হয়েছে, এমনটা মনে হয় তার l যে কোনো বিপদের সময় শিশুর কাছে বাবা হলেন বিপদমুক্তির চাবিকাঠি l কিন্তু সেই বাবা রেগে গিয়ে নিজেই যখন বিপদের কারণ হয়ে ওঠেন, তখন শিশু সেই বিপদ থেকে মুক্তির কোনো কুল কিনারা পায় না l সর্বগ্রাসী বিপদ যেন তাকে গ্রাস করে l নিজের ছোট্ট শরীর, ছোট্ট হাত পায়ে সেই বিপদের সঙ্গে লড়ে ওঠা শিশুর পক্ষে কঠিন হয় l ছোট্ট জীবনে তার সামান্য অভিজ্ঞতা দিয়ে এই বিপদ কাটিয়ে ওঠা বেশ মুশকিল হয় তার কাছে l অনেক চেষ্টায় মনে হয় যেন সে বিপদ কাটিয়ে উঠছে l কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠে না l আতঙ্কে ভয়ে বিপদ তার বেড়েই চলে l
বাবা রেগে উঠলে সন্তানের নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী বলে মনে হয় l অপরাধীদের মতো নিজেকে আড়াল করে রাখে সে l অপরাধবোধের এই যন্ত্রণা থেকে একজন দয়াময়, স্নেহময়, প্রেমময় বাবাই সন্তানকে রক্ষা করতে পারেন l এই জীবনসমুদ্রে বাবাই শিশুর প্রথম ও শেষ ভরসা l পিতা পুত্রের মধ্যে থাকে নিখাদ ভালবাসা l এখানে ছলনার কোনো স্থান নেই l বাবা শিশুর প্রধান ভরসার জায়গা l গোটা বিশ্ব যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, বাবা কখনো সন্তানের বিরুদ্ধে যান না l বাবা সন্তানের অসম্মান হোক এমন কোনো কাজ করেন না l সন্তানের কেরিয়ার ও ভবিষ্যত গড়ে তোলার পিছনে বাবা নিজের সর্বস্ব অর্পণ করেন l জগতে মায়ের পরে বাবা হলেন শিশুর শ্রেষ্ঠ বন্ধু l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা l