স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জবাহরলাল নেহরূর প্রিয় কবিতা ছিল ROBERT FROST এর লেখা "Stopping by Woods on a Snowy Evening" l কবিতার শেষ চারটি লাইন তাঁর বিশেষ প্রিয় ছিল l
"The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep."
কবি তমাল ব্যানার্জি রচিত 'অন্তহীন' কবিতাটি মানুষের এই অন্তহীন যাত্রার কথাই বলে l একজন কর্মযোগী মানুষ জীবনভর সামনের পথে এগিয়ে চলেন l সাবধানতা যতটুকু অবলম্বন করার তিনি করেন, কিন্তু চলার পথে বিভ্রান্ত হন না l বিভ্রান্তির অনেক বিষয় থাকে l ডান, বাম চিন্তা পেছন টেনে ধরতে চায় l কিন্তু নিজের কর্তব্যকে প্রাধান্য দিয়ে একজন প্রকৃত মানুষ দৃষ্টি সম্মুখপানে রেখে একাগ্রচিত্তে এগিয়ে চলেন l আঘাত আসে, চলার পথে ক্রন্দনরোল ওঠে, শোক আর্তনাদ পায়ে শৃঙ্খল পড়াতে চায়, কিন্তু সে সবে বিচলিত না হয়ে নিজের সংকল্পে অটল থেকে মানুষ তার কর্তব্য করে যান l
চলার পথে কখনো কখনো মানুষকে নানা বিপদের সম্মুখীন হতে হয়, অকারণে কিছু উত্পাত, ঝামেলা চলে আসে l মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সঙ্গে মানুষ সে সব কাটিয়ে ওঠেন l এরকম নানামুখী পেছনটানকে জয় করে মানুষ এগিয়ে চলেন l নিজের কাজে এতটাই তিনি ব্যস্ত থাকেন যে অপ্রাসঙ্গিক বিষয়ে মনোনিবেশ করার মতো সময় তিনি পান না l তাই পেছনে ফেরা নয়, ডাঁয়ে বাঁয়ে তাকানো নয়, থেমে পড়া নয়, চরৈবেতি অর্থাৎ সর্বদা সামনে এগিয়ে চলাকেই জীবনের পাথেয় করেন তিনি l
একটানা চলতে চলতে মানুষ ক্লান্ত হয়ে পড়েন l হয়তো এই ক্লান্তি থেমে পড়ার ইঙ্গিত দেয় l হয়তো চলার পথের আশেপাশে পেছনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া পড়ে গেছে এমন আভাস আসে l কখনো কখনো লক্ষ্য অনির্দিষ্ট হয়ে যায়, কেন এই অবিরাম হেঁটে চলা সে বিষয়েও সাময়িক বিভ্রান্তি গ্রাস করে মনকে, তবু হেঁটে চলার বিরাম হয় না l এগিয়ে চলতেই হয় মানুষকে l পেছনে ফেলে আসা সবকিছুকে ভুলেই বিরামহীন এগিয়ে চলতে হয় l অনন্তকাল ধরে হেঁটে চলেন মানুষ l এক জায়গায় দাঁড়িয়ে না থেকে এভাবেই যুগ থেকে যুগান্তরে উন্নতি প্রগতির পথে এগিয়ে চলে মানুষের বিজয়রথ l দৃঢ় সংকল্পে সামনে, ক্রমাগত সামনে এগিয়ে চলেন তিনি l
সুন্দর জীবনমুখী রচনার জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন !!