শুভ জন্মদিন কবি !
পৃথিবীর অনেককিছুই সুন্দর l কবিমন সবকিছুর প্রতিই আকৃষ্ট হয় l শিল্পী যা তার মনকে হরণ করে তারই ছবি আঁকেন ক্যানভাসের পাতায় l এই সৃষ্টির মধ্যে দিয়ে এক সৃষ্টিসুখ অনুভব করেন তাঁরা l "আঁকতে পারি" রচনাটিতে কবি শংকর দেবনাথ এই শিল্পকর্মের পাশাপাশি একজন শিশু, সন্তান যখন তার জন্মদাত্রী মাকে নিয়ে কিছু রচনা করে, ছবি আঁকে, তখন সেই সৃজনকর্মের মধ্যে যে এক অনন্য অনুভব সে পায় তার তুলনা করে তাকেই শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছেন l প্রকৃতির নানা বিষয় শিল্পীর তুলিতে আসে l গাছের ছবি, মাছের ছবি, উঠোন-বাড়ির ছবি, ফুল-পাতার ছবি, ছাতার ছবি, ব্যাঙের ছবি, পাখির ছবি, রবির ছবি, কবির ছবি, নদীর ছবি, নৌকার ছবি - সবকিছুই রূপে রঙে ফুটে ওঠে শিল্পীর ক্যানভাসে l প্রতিটি সৃষ্টিই স্রষ্টাকে সৃষ্টির আনন্দ দান করে l কিন্তু যখন মা-কে নিয়ে কিছু রচনা করা হয়, ছবি আঁকা হয়, তখন তার মাধুর্য আলাদাই হয় l মায়ের সেই মিষ্টিমুখ যেন রূপমাধুর্যে পৃথিবীর সুন্দরতম জিনিসটিকেও হার মানায় l কোনো কিছুর সঙ্গে যেন তার তুলনা চলে না l মায়ের সঙ্গে সন্তানের আত্মিক সম্পর্ক, ভালোবাসা ও কর্তব্যের বন্ধন সেই সৃষ্টিকে একটি পৃথক মাত্রা দেয় l এক অনির্বচনীয় সুখের অনুভব হয় l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!