কবি মিমি "আমার স্বপ্নে দেখা রাজকন্যে" কবিতায় রোমান্টিক প্রেমের এক অনুপম অনুভব মেলে ধরেছেন l প্রেম ভালোবাসার সম্পর্কে যে হাসি কান্নার খেলা চলে, আনন্দ বেদনার ধারাবাহিক অনুভব সেই সম্পর্ককে গভীরতা দান করে, ছোট্ট কবিতাটিতে সুন্দর যথাযথ কিছু চিত্রকল্পের ব্যবহার, রূপকথাসম আবহ সৃষ্টি ও প্রেমময় নিপুণ পরিবেশনের দ্বারা তিনি তা প্রতিষ্ঠিত করেছেন l
ভালোবাসা এক মানবিক অনুভব l আবেগজড়িত একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য শক্তিশালী এক আবেগ অনুভব করা ও তার বহিঃপ্রকাশ করা ভালোবাসার বৈশিষ্ট্য l এই অনুভব গভীর l বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া ভালোবাসার চরিত্র l
প্রেম ভাবনায়, ভালোবাসার সম্পর্কে অবিমিশ্র সুখানুভূতি নিশ্চিত নয় l ঢেউ-এর দোলার মতো সুখ ও দুঃখ, আনন্দ ও বেদনার অনুভব একে অপরের বিকল্প হয়ে আনাগোনা করে প্রেম-ভালোবাসার অনুভবকে গাঢ়তর করে তোলে l ছোটো ছোট প্রাপ্তি-অপ্রাপ্তি, পরস্পরের প্রতি মনোযোগের হ্রাস-বৃদ্ধি, যাবতীয় বিষয় নিয়ে মান অভিমান পর্বে হাসি আনন্দ বেদনার ক্রম ভালোবাসার অভিজ্ঞতাকে ঋদ্ধ করে l মনের নানা অবস্থায় প্রেম ভালোবাসার তীব্রতা বাড়ে কমে l যখন বিষাদ এসে ঘিরে ধরে, তখন অভিমানহত মন নির্জন নিরালায় আশ্রয় খোঁজে l কিন্তু ভালোবাসার সম্পর্কে বিষাদের স্থায়ী অবস্থান নেই l শ্রাবণের ধারার মতো খুশির ফোয়ারা এসে বিষাদকে বিদায় দেয় l মন আনন্দের সোমরসে ভিজে ওঠে l হাসির ফোয়ারা ছোটে l মন যখন প্রফুল্ল থাকে, হাসবার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না l অকারণেই হাসি আসে l হাসির চোটে চোখ দুটি ছোট হয়ে আসে, দু গালে টোল পড়ে, ইঙ্গিতবাহী হয় l নিবিড় করে ভালবাসার আহ্বান জানায় l মনের এই প্রফুল্ল অবস্থায় ভালোবাসার সবটুকু উত্তাপ উজাড় করে দিতে ইচ্ছে জাগে l হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে প্রিয়জনকে বুকের মাঝে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় l যেন এক লহমায় যাদুকাঠির ছোঁয়ায় বিষাদ বেদনা উধাও হয়ে যায় l
সোনার কাঠির পরশে যেন ঘুমিয়ে পড়া ভালোবাসা জেগে ওঠে l ভালবাসার অনুভবই সেই সোনার কাঠির পরশ l শুধু চাই সেই ভালবাসার নিবেদনে প্রিয়ার অনুমোদন l যেখানে ভালোবাসার অনুভব পারস্পরিক অনুমোদন পায়, সেখানে রূপকথার মতো জীবন রঙ্গীন হয়ে ওঠে, ফুসমন্তরে পার্থিব জীবনের সব দুঃখ বেদনাকে অনায়াসে জয় করা যায় l প্রেমিকযুগল যেন কোনো সোনার কাঠির ছোঁয়ায় পরস্পরের কাছে 'সব পেয়েছি'র প্রতিরূপ স্বপ্নে দেখা রাজকন্যা ও রাজপুত্র বলে প্রতিভাত হয় l
সুন্দর একটি প্রেমের কবিতা উপহার দেবার জন্য কবিকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা l