সময় চলে তার নিজের নিয়মে l সেকেন্ড, মিনিট ঘণ্টা - সব চলে হিসাব করে l কখনো তার একটুও এদিক ওদিক হয় না l কিন্তু মানুষ যখন যে অবস্থায় থাকেন, তাঁর মনে হয়, সময় কখনো দ্রুত চলছে l আবার কখনো মনে হয় সময় যেন চলছেই না l একদম থেমে গেছে l ঠিক এই বিষয়টিই "একটা সেকেন্ড যেন একটা বছর" রচনাটিতে তুলে ধরেছেন কবি মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) l
সাধারণত যখন আমাদের সময় ভালো কাটে, উত্সব অনুষ্ঠানের সময়, বা যখন বন্ধু স্বজন সঙ্গে থাকে, সুস্থ থাকি, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকে, তখন মনে হয় সময় যেন কতো তাড়াতাড়ি কেটে গেল l কিন্তু যখন দুঃসময় চলে, চারিদিক থেকে বিপর্যয়ের পাহাড় ঘিরে ধরে, তখন মনে হয়, সময় যেন চলতেই চায় না l এক সেকেন্ড সময় তখন যেন অনেকটা l
মানুষের কাছে তাঁর সবচেয়ে প্রিয়জনের সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ l তার সান্নিধ্যে সময় ছুটে চলে l কিন্তু সেই প্রিয়জন যখন কাছে থাকে না, যখন বিরহ বেদনা গ্রাস করে সমস্ত মনটাকে, তখন সময় আর কাটতে চায় না l সেকেন্ড, মিনিট, ঘন্টা শেষই হতে চায়না। একটা সেকেন্ডকে মনে হয় যেন একেকটি মাস l প্রিয়ার বিরহ এমনই একটি সর্বনাশা ঘটনা l
হৃদয় কাতর হয়ে পড়ে l বুকের ওপর যেন এক ভারী পাথর চেপে থাকে l কিছুতেই সরতে চায় না l
হৃদয় এতটাই ব্যথিত হয় যেন মনে দুঃখের বৈশাখি ঝড় চলে l বিরহকাতর মন অসুখী থাকে l সুখ নাগালের বাইরে চলে যায় l
বিরহকাতর মনের অসুখী চিত্র কবি ভালো মেলে ধরেছেন কবিতাটিতে l
কবিকে জানাই শুভকামনা l