'আক্ষেপ' শীর্ষক রচনায় কবি মনিরুজ্জামান প্রমউখ অভিজ্ঞতার নিরিখে জীবনের চলার হিসেবনিকেশ করতে চেয়েছেন । কি আমরা করতে চাই, সেই অনুসারে ভাবনাকে কিভাবে গড়ে তুলি, ভাবনাকে রূপায়িত করতে যে শব্দমালা রচনা করি তার কোথায় কি গরমিল হয়ে যায়, কোথায় যেতে গিয়ে কোথায় পৌঁছায়, সম্পর্কের বাঁধন শক্ত হতে হতে কখন আলগা হয়ে যায়, মন সেটা শেষ পর্যন্ত অনুমোদন করে কি না - ইত্যাদি নানা ভাবনায় গাঁথা বর্তমান রচনাটি ।
মানুষের মন ভাবনাময় । সর্বদা সে ভেবে চলে । ভাবনাকে বাঁধে শব্দ । শব্দের নানা রকমের ধার । কোনো শব্দ কোমল । আবার কিছু শব্দ দুর্বিনীত । এমন শব্দের ঝাঁঝে মন ঝালাপালা হয়ে যায় । মনের ভাবনার গতি নড়ে যায় । গন্তব্য সরে যায় । চলা তো থাকে । সেই চলার আবেগ থাকে । পৌঁছানোও হয় । কিন্তু এই পৌঁছানোতে মন ভরে না । হৃদয়ে অতৃপ্তি থেকে যায় । অনেক অনেক দূর চলা হয় । চলার পথে কতো কতো সম্পর্ক গড়ে আর ভাঙে ।সব চলার হিসাবটাও করা হয়ে ওঠে না সবসময় । কোনো এক জায়গায় পৌঁছানো হয় । এসেও মনে হয় যেন পৌঁছানো বাকি থেকে গেছে । যেখানে হৃদয়ের বন্ধন সেখান যাওয়া এখনও বাকি । আসলে যাবার ছিলো এক জায়গায় । কিন্তু চলার নেশায়, শব্দের তোড়ে পৌঁছানো হয়েছে অন্য কোথাও । ফল যা হবার কিছু একটা হয় । কিন্তু মনের সন্তোষ হয় না তাতে । অতৃপ্তি থেকে যায় । থেকে যায় সেই কারনে একটা আক্ষেপ ।
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !