শিশুকল্পনা যুক্তিতর্কের ধার ধারে না l এখানে অসম্ভব, এলোমেলো, আজগুবি সব ভাবনা ভীড় করে এবং তাই দিয়ে তৈরি হয় "আবোল তাবোল" সাহিত্য যার সাহিত্যমূল্য অসীম l
আমাদের জীবন, জীবিকা, জীবনসংগ্রাম যুক্তিতর্কভিত্তিক l মাথার ঘাম পায়ে ফেলে, কঠোর পরিশ্রম করে, উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিয়ে, বা কোনো সেবামূলক বৃত্তিতে নিজের শ্রম ও সেবাদানের বিনিময়ে আমাদের দৈনন্দিন বেঁচে থাকার রসদ সংগ্রহ করতে হয় l
কিন্তু জীবনের আর একটি দিক থাকে l মনের খোরাক প্রয়োজন l এই জায়গায় শিশু-বৃদ্ধ সবাই সমান l এখানে অর্থহীন, সুরহীন গান তার নিজস্ব সুর ও তালে এক স্বপ্নের বিনোদন জগৎ সৃষ্টি করে, যার আবেদন নান্দনিক l এলোমেলো কথায়, বেসুরো সঙ্গতে দোলা খেয়ে মন কোন সুদূরে হারিয়ে যায় l জীবন জীবিকার সব বাঁধন ঘুচিয়ে বেয়াড়া সৃষ্টিছাড়া মন নৃত্যতালে নিয়মহারা, বেহিসাবী, আজগুবি, মাতাল রঙ্গে মেতে ওঠে l এবং ভুলে ভরা জগতে অসম্ভব ছন্দ দোলায় খ্যাপা মন নেচে ওঠে l
বে-হিসাবের, বে-নিয়মের, বে-সুরের, অ-যুক্তির, অস্বাভাবিকের এই জগৎ শিশুকল্পনার জগৎ এবং তা হল পৃথিবীর শ্রেষ্ঠ শিশুসাহিত্যের আকর l
উল্লিখিত "আবোল তাবোল" শুধু একটি ছড়ামাত্র নয় l এটি একই নামের কাব্যগ্রন্থের ভূমিকাস্বরূপ l "আবোল তাবোল" কাব্যগ্রন্থ শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যে নন সেন্স সাহিত্য হিসাবে এক বিরল সম্মানের অধিকারী l বাঙালী হিসাবে এটা আমাদের কাছে একটা গর্ব করার মতো বিষয় l