ভালো থাকা মানুষের অনেক ইচ্ছার মধ্যে অন্যতম l কিন্তু ইচ্ছা থাকলেই ভালো থাকা যায় না l নিজের এবং পারিপার্শ্বিক নানা বিষয় ব্যক্তির ভালো থাকা না থাকাকে নিয়ন্ত্রিত করে l আবার ভালো থাকা অর্থ শুধু এককভাবে ভালো থাকা নয়, সমষ্টি যখন ভালো থাকে না, তখন একক ব্যক্তির ভালো থাকাটা মিথ্যা হয়ে যায় l
কবি আরিফ নীল "আমি ভালো আছি বললেই" রচনায় দেশ ও সমাজের নিরিখে একজন ব্যক্তির ব্যক্তিগত ভালো থাকা বিষয়টির প্রাসঙ্গিকতা নিরুপন করতে চেয়েছেন l
সময় এখন খুব একটা ভালো যাচ্ছে না l চারিদিকে এত বিপন্নতা l এত এত শোকের সমাহার l এত বিচ্ছেদ l বিচ্ছেদের আশঙ্কায় মানুষ প্রিয়জনকে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে l কিন্তু চারিদিকে পরিবেশ বিষাক্ত l কেউ ভালো নেই l স্বদেশ ভালো নেই l পরিজনেরা ভালো নেই l
এমন পরিস্থিতিতে কবি এককভাবে ভালো আছেন বলে তাঁর মনে হয় l তাঁর কোনো সমস্যা নেই l পারিপার্শ্বিক তিক্ততা, বিষাক্ত পরিবেশ সরাসরি তাঁকে আঘাত করে না l কিন্তু তাঁর এই ভালো থাকার অনুভব মিথ্যা হয়ে যায় যখন তিনি দেখেন তাঁর চারপাশে কেউ ভালো নেই l সঙ্কোচের কারণে মুখ ফুটে তিনি তাঁর ভালো থাকার কথা কাউকে বলতে পারেন না l তাঁর মনে হয়, তিনি ভালো আছেন এটা প্রকাশ পেলেই তাঁর প্রিয় স্বদেশ যেন কেঁদে ওঠে l হিংসা অশান্তির আবহে যে মা তাঁর সন্তান হারিয়েছেন, তিনি তাঁর বাকি সন্তানদের আঁচলে বেঁধে রাখেন, ঢেকে রাখেন l তাঁর করুণ বিলাপ, চোখ থেকে নির্গত অবিরাম অশ্রু বাতাসকে, পরিবেশকে ভারি করে তোলে l
কবি নিজে ভালো আছেন বললেই চারিদিকে প্রসারিত হিংসার আগুন যেন তাঁকে বিদ্রুপ করে হেসে ওঠে l পরিবেশ কৃত্রিমতায় ভরে গেছে l আন্তরিকতার কোনো জায়গা নেই l নেতা নেত্রী যাঁরা দেশ পরিচালনা করছেন, তাঁরা চতুরতা ও ক্রুঢ়তার রাজনীতি করে দেশের মানুষকে শোষণ করছেন l ব্যক্তিগত সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তাঁরা মানুষের বেঁচে থাকাটাকে প্রতি মুহূর্তে দুর্বিষহ করে তুলেছেন l এই পরিস্থিতিতে কবির একার ভালো থাকাটা যেন তাঁর নিজের কাছেই অপ্রাসঙ্গিক মনে হচ্ছে l
চারিদিকে গঠনমূলক প্রয়াস নেই l যেন ধ্বংস ও বিসর্জনের আয়োজন চলছে l শত শত মানুষ দুঃখী l তাঁদের সুখ, মর্যাদাবোধ আজ বিলীন l প্রতি মুহূর্তের বেদনায়, বিষাদের ক্রম সংযোগে তাঁদের হৃদয়, দেহ নীলাভ হয়ে পড়েছে l এমন সময়ে কবি তাঁর নিজের ভালো থাকার কথা বলতে পারেন না l একথা উচ্চারণ করলেই অপরের রাত্রিসম ব্যথার জড়তা যেন শতগুন বেশি হয়ে তাঁর চোখে ধরা দেয় l বিরহী মানুষদের বিরহের যন্ত্রনা, আড়ষ্টতা বেড়ে যায় l পরিবেশে যেন ক্রমাগত বিরহের সুর বেজে চলে l
কবি নিজে ভালো আছেন বললেই ইতিহাস তাঁকে বিদ্রুপ করে ওঠে l কারণ পৃথিবীর ইতিহাস লুন্ঠনের ইতিহাস l সার্বভৌমত্ব হরণের ইতিহাস l অনেক অনেক দেশের সীমা হরণের ইতিহাস l পৃথিবীর মানচিত্রের ক্রমে বদলে যাবার ইতিহাস l
চারিদিকে যখন এই শূন্যতা, বেদনার আবহ, তখন কবির একা ভালো থাকা অর্থহীন l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!