যে একা সে বোকা l একা থাকায় সুখ নেই, অনুভবের গভীরতা নেই, ভালোবাসার পরশ নেই l সৃষ্টি ছুটেছে সঙ্গীর খোঁজে l আমি থেকে আমরা হবার এই উত্তরণের কথা শুনিয়েছেন কবি পবিত্র চক্রবর্তী "আমি আর তুমি আমরা" রচনায় l
বেঁচে থাকার কতো রূপ l একা মানুষ তার বেঁচে থাকার স্থূল প্রয়োজনগুলি পরিশ্রম, নিষ্ঠা ও কর্ম দ্বারা অর্জন করে নিতে পারেন l তার ভিত্তিতে জীবনকে টেনে নেয়া যায় l কিন্তু মানুষের জীবনে কিছু পরম চাওয়া থাকে l শুধু ঐশ্বর্য ও স্বাচ্ছন্দ্য সেই পাওয়া নয় l সুখ চায় মানুষ l জীবনে সুখী হওয়া তার এক পরম কামনা l কিন্তু সুখ একা অনুভব করা যায় না l চায় একজন মনের মতো সঙ্গী l তার পাশে বসতে পারলে, জীবনের সকল উথ্থান পতনে তাকে সর্বদা পাশে পেলে একরকম সুখের অনুভব হয় l সেই মনের মানুষটির নীল গভীর চোখে চোখ রেখে নীরব মুহূর্তগুলোতেই মনের অনেক সাধ পূর্ণ হয়ে যায় l তার পাশে বসে, তার স্পর্শে শরীর মনে সুখের এক লহর বয়ে যায় l
নীরবতা ভেঙে কখনো কথাও চলে l সে বার্তালাপে ভুলভ্রান্তি থাকে l সেই ভুলভ্রান্তির মধ্যেই ভালোবাসা তার কাজ করে যায় l কথার সূত্র ধরেই ভালোবাসার জগতে হারিয়ে যায় দুই প্রেমী l স্মৃতির ভেলায় চড়ে সেই সুখের অনুভব স্থায়ী হয় উভয়ের অনুভবে l
একলা জীবন একঘেয়েমিতে পূর্ণ l ক্লান্তি তার দোসর l সেই একাকীত্ব পেরিয়ে একজন সঙ্গীর উপস্থিতি জীবনের অর্থ, তার অনুভবে পরিবর্তন আনে l বিশ্রামের অনুভবে ক্লান্তির অবসান হয় l এক সজল ছায়াসুখ সব রুক্ষতা দূর করে জীবনকে মধুময় পূর্ণতা দান করে l অতিক্রান্ত দোসর জীবনের নানা বর্ণময় সূর্যকরোজ্জ্বল স্মৃতির সুখে বুক ভরে ওঠে l
মনোরম প্রেমের কবিতার জন্য কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন !!