মানুষের নিত্যদিনের বাঁচা দ্বন্দ্বময়, স্বার্থতাড়িত l স্বার্থের কারণে পরমাত্মীয়ের সঙ্গেও তিনি সংগ্রামে লিপ্ত l হতে পারে মুখে তিনি বড়ো বড়ো আদর্শের কথা বলেন, বড়ো বড়ো আদর্শভিত্তিক লেখা তিনি রচনা করে যান পাতার পর পাতা l কিন্তু নিত্যদিনের বাঁচামরার প্রশ্নে তিনি স্বার্থ দ্বারা যতটা চালিত, আদর্শ দ্বারা ততটা নয় l
কিন্তু সেই একই মানুষ যদি কখনো কোনো মহৎ আদর্শ দ্বারা প্রাণিত হন, তখন আপন ব্যক্তিস্বার্থ তাঁর কাছে তুচ্ছ হয়ে যায় l অপরের জন্য নিজের রক্ত ঝরাতেও তিনি পিছপা হন না, অকাতরে নিজের সর্বস্ব ত্যাগ করতেও তিনি রাজি হয়ে যান l
আসরের জনপ্রিয় কবি অনিরুদ্ধ বুলবুল "আম-জনতার জীবন" রচনায় সাধারণ মানুষের জীবন যাপনকে এভাবেই উপস্থাপন করেছেন l
একজন আম জনতার জীবন বৈপরীত্যে পূর্ণ l তিনি অতি সাধারণ জীবন যাপন করেন l কিন্তু তাঁর মনে থাকে আকাশকুসুম কল্পনা l এই কল্পনার রথে চেপে তিনি পাহাড় নদী সাগর পেরিয়ে যান এবং সেই কাল্পনিক অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেন পাতার পর পাতায় l নিত্যদিনের জীবনযাপন তাঁদের কাছে খুব কঠিন, সংগ্রামে পূর্ণ, কিন্তু এই সংগ্রাম অভিজ্ঞতাই তাঁদের জীবনকে ঋদ্ধ করে l আপাত সহজ প্রতীয়মান তাঁদের জীবনে তাঁরা দুঃখে কাঁদেন, সুখে হেসে ওঠেন l কিন্তু এতটা সহজও নয় তাঁদের জীবন l সংগ্রামী জীবনের বিরল অভিজ্ঞতার অধিকারী হয়ে ওঠেন তাঁরা l সীমিত তাঁদের সামর্থ্য, কিন্তু চোখে সর্বদা স্বপ্ন l তাঁরা জীবনকে ভালোবাসেন, বাঁচতে ভালোবাসেন, জীবনযুদ্ধে জয়ী হতে ভালোবাসেন, বুকের মধ্যে পুষে রাখেন বজ্র-কঠিন পণ, সেই পণ সফল করার জন্য তাঁরা মরণবাঁচন লড়াই করতেও প্রস্তুত l গড়-পড়তায় এই হচ্ছে আম-জনতার জীবন যাপনের ধারা l
নিজের স্বপ্নের জগতে ভেসে যেতে যেতে একজন সাধারণ মানুষ তাঁর সৃজনশীলতার চর্চার দ্বারা কখনো বা অসাধারণ কিছু সৃষ্টি করে ফেলেন l স্বর্গ মর্ত পাতাল ছেঁকে কুড়িয়ে আনেন দুর্লভ সব সৃষ্টি l কখনো বা তাঁর স্বপ্ন তাঁকে মহৎ আদর্শের পথে চালিত করে, যার দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের জীবন পর্যন্ত তিনি বলি দিতে প্রস্তুত থাকেন l শহীদ হতেও তিনি রাজি l যে মানুষ বাঁচার স্বার্থে নিজের ভাইকে পর্যন্ত হিংসা করেন, তার ক্ষতি করতে চান, সেই ব্যক্তি আদর্শের জন্য একজন অপরিচিত লোকের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন, মৃত্যুর সওদাগরদের সঙ্গে লড়ে যান, তাদের গলা টিপে ধরেন l তখন তাঁর মধ্যে থাকে আদর্শ, ত্যাগের ইচ্ছা l সাধারণ স্বার্থতাড়িত হিংসাকে তখন তিনি বর্জন করেন l ত্যাগই তখন তাঁর আদর্শ l তখন আর শুধু নিজের বেঁচে থাকা নয়, সকলের সঙ্গে নিজের বেঁচে থাকাকে একাত্ম করে দেখেন তিনি l কোনো কোনো সাধারণ মানুষের জীবন এমনও হয় l
দেখা যায় ভালো মানুষ, মন্দ মানুষ - সব রকমের মানুষ নিয়েই আমাদের মানবসমাজ l পরিস্থিতি বলে দেয় কখন মানুষ নিজের জন্য বাঁচেন, কখন আবার তিনি অপরের জন্য বলিপ্রদত্ত হয়ে যান l দুটি ক্ষেত্রেই যা হয় সব সাধারণ মানুষেরই কীর্তি l
আম-জনতার জীবন এমনই l
প্রিয় কবিকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা !!