ব্যক্তির সহন ক্ষমতা থাকে l তার সীমা থাকে l একই বিষয় এক সময় সে সহ্য করে l আবার অন্য সময় তা অসহ্য মনে হয় l সেটা নির্ভর করে প্রাসঙ্গিক কিছু বিষয়ের ওপর l কিছু ক্ষেত্রে আবার তার সহ্যশক্তি অসম্ভব রকমের বেড়ে যায় l সাধারণ বুদ্ধি, অঙ্কের ঐকিক নিয়ম সেখানে কাজ করে না l কি এমন বিষয় আছে যা মানুষকে সর্বংসহা করে তোলে ? উত্তর একটাই l তা হলো - ভালবাসা l গভীর ভালবাসা - বিশেষ কারো প্রতি তীব্র অনুরাগ মানুষের সহ্যশক্তিকে এক বর্ম প্রদান করে l তার আড়ালে যে কোনো বাধা, বিঘ্নকে সে অগ্রাহ্য করতে পারে l সাহসের সঙ্গে মোকাবিলা করে l
"আজ আমি অন্য" কবিতায় কবি করিম সরকার এমনই এক প্রেমিকার কথা বলেছেন যেখানে নিজের প্রেমিকের প্রতি গভীর ভালবাসার অনুভব থেকে সে যেন ভিন্ন এক মানবীতে পরিণত হয়েছে l
পারিপার্শ্বিককে দেখার ক্ষেত্রে তার দৃষ্টির পরিবর্তন হয়েছে l তার সহনশীলতা এমন স্তরে পৌঁছেছে যে শুধু প্রিয়র সঙ্গলাভের আনন্দে, তাকে দর্শনের বিনিময়ে শহরের বন্য পরিবেশকেও সে মানিয়ে নিতে, স্বীকার করে নিতে প্রস্তুত l সেই বন্যতাও তার কাছে সহনশীল মনে হয় l পাশে দুর্গন্ধময় ডাস্টবিন - সেটাকেও সে সহ্য করে l প্রিয়র অপেক্ষায় অপেক্ষায় দীর্ঘ সময় থাকাটার মধ্যেও এক মধুর আবেশ অনুভব করে সে l শুধু তার প্রিয়জনের জন্যই এই সমস্ত অসুবিধা সে নির্দ্বিধায় সহ্য করে l
প্রেমের আবেগ তখন এতটাই তীব্র যে ট্রামের কর্কশ হুইসেলকেও রাখালের বাঁশির সুরেলা সুর বলে মনে হয় l কঠোর পরিশ্রমকেও মানিয়ে নেয়া যায় l প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়ার খামখেয়ালিপনা, বর্ষা, রোদ সব সহ্য হয়ে যায় l
প্রিয়র সঙ্গে মিলিত হবার আনন্দে যে মেয়ে কখনো বিশেষ সাজগোজ করে না, সেও ভালোবাসার মানুষটিকে মোহিত করার জন্য পরিপাটি করে সাজতে বসে l শান্তিতে ঘুমাতে পারে না l সর্বদা মনে এক উৎকণ্ঠা l এই বুঝি সে এল l তার আসার শব্দ শোনে l এই বুঝি তার ফোন এল l ধড়পড় করে উঠে বসে l সর্বদা প্রিয় মানুষটির চিন্তায় পড়াশোনায় মন বসে না মেয়েটির l কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়া বিঘ্নিত হয় l বাবার কড়া শাসন, মায়ের নিষেধ সব সে অমান্য করে l এই সাহস, শক্তি সে পায় তার প্রিয়র ভাবনা থাকে l
কখনো প্রিয়র কথা ভেবে মনটা বিষন্ন হয়ে যায় l দুচোখ থেকে অশ্রু ঝরে l সে শুধু ভাবে প্রেমের সম্পর্কে তার যে এই কষ্টের অনুভব হয়, বুকের ভিতর যেন একটা দহন হয়, এরকমটা কি তার প্রিয়রও হয় ? যদি হয় তাহলে মিলিতভাবেই তাদের তা দহন করতে হবে l
সুন্দর কবিতার জন্য কবিকে জানাই শুভেচ্ছা l