আমাদের চেনা এই পৃথিবী
আজ যেন হয়ে গেছে অচেনা
পথঘাট মানুষ ও সামগ্রী
সকলেই ভাইরাস চীনা l
সকলেই সন্দেহ তালিকায়
ভয় পেয়ে সরে গেছি তিন ফিট
সকলেই পরে আছে মাস্ক কিট
সকলের মাঝে কেউ নয় ফিট l
সন্দেহ প্রতিটি জিনিসে
সকলেই বয়ে চলে ভাইরাস
সন্দেহ নিজেদের হাতকেও
ধুয়ে করি জীবাণুর জীব নাশ l
সন্দেহ থেকে আসে ভয়ভীতি
ভয় থেকে হবো সব সাবধান
সাবধান ছাড়া নেই রাস্তা
নিজেদের মাঝে গড়ো ব্যবধান l