কিছু রূপ দেখেছি
এই চর্মচোখে
সব কি আর মাথায় ঢোকে ?
যাদের আছে চোখের ভেতর চোখ
ছোটে অনন্তলোক
প্রকৃতি এসে কথা বলে রূপ রঙ রস মেলে
তাদের কাছে সম্পদ দেয় অকাতরে সব ঢেলে
এমন পথিক বোহেমিয়ান আছে যারা পথে আছে
ক্যামেরা নিয়ে ছুটে বেড়ায় সদা প্রকৃতির কাছে
তারা দেখে বাংলার মুখ বাংলার ঘরে ঘরে
নারীর যতো দেহবিভঙ্গ বৃক্ষ প্রকৃতি জুড়ে
তাঁদের কলমে ধরা পড়ে যতো প্রকৃতির লীলাখেলা
বিশ্বপ্রকৃতি আরো কতো রঙে ফুটে ওঠে দুইবেলা
চর্মচোখে দৃষ্টি মেলায় প্রকৃতিপ্রেমের পাঠে
বাংলার যতো রূপ রঙ রস ধরা প্রেমিকের হাতে