ধরমপুরের খড়ম পরে চরম ব্যথা পায়ে
হাঁটতে গেলে খটাস খটাস শব্দ ডাঁয়ে বাঁয়ে l
পৈতা পরব নিয়ম মেনে বন্দী থেকে ঘরে
খড়ম পায়ে চলছে খোকা সাবধানে পথ ধরে l
খড়ম মেলে ধরমপুরে খ্যাতি জগৎজোড়া
পাকা কাঠের নিখুঁত গড়ণ খড়ম মনোহরা l
সেই খড়মে পা সিঁধিয়ে নতুন বামুন খোকা
হাঁটতে গিয়ে খটাস খটাস চালাক ছেলে বোকা l
জন্ম থেকে পরলো কতো রঙ বেরঙের জুতো
দেশের এবং বিদেশ থেকে তার পছন্দমতো l
খেলার মাঠে পাড়ায় ঘরে অনুষ্ঠানে যাওয়া
অনেক ভিন্ন জুতো আছে নানা সূত্রে পাওয়া l
সে সব জুতো পায়ে দিয়ে আনন্দ উল্লাসে
ঘরে বাইরে ঘুরেছে সে বিনোদন বিলাসে l
মুচমুচে তার আদরস্নেহ পা জড়িয়ে ধরে
ঘোরার ক্লান্তি নিমেষে দূর এমন জুতো পরে l
আজকে সে সুখ পায় না খোকা ধ্বনী খটাস খটাস
ধরমপুরের খড়ম পরে লেংচে হেঁটে ধপাস l