দেশের ছড়া লিখবো বলে যেই ধরেছি কলম খাতা
দেশকে ঘিরে ভাবনাগুলি মনের মাঝে চলছে গাঁথা l
দেশ মানে তো ভূমিখন্ড, দেশ মানে তো দেশের বাসী
দেশ মানে যে তার প্রকৃতি, প্রকৃতিময় পশু ও পাখি l
দেশ মানে তো নদী সাগর পাহাড় জলা বন ও ভূমি
দেশ মানে তো সব লোকের মাথা গোঁজার বাসের জমি l
দেশ মানে যে গান কবিতা গল্প কলা উপন্যাস
দেশ মানে তো শাসনবিধি নাগরিকের সুবিন্যাস l
দেশ মানে যে খেলা মেলায় পুজোর দিনে উৎসবের
দেশ মানে তো মিলনমেলা সবার যোগে কলরবের l
দেশ মানে তো স্বপ্ন দেখা দেশের মাথা উঁচু সবার
সবার আগে দেশের ভালো তার জন্য কিছু করার l
দেশের মাটি সবার খাঁটি জন্মভূমি মাতা সমান
দেশের যত মনীষীগণ সবার 'পরে তাঁদের মান l
দেশ মানে তো ইতিহাসের অনেক কথা অনেক লেখা
অতীত থেকে ইতিহাসের অনেক কিছু নতুন শেখা l
দেশ মানে তো জনমানুষ গরীব ধনী সবাই তারা
স্বাধীন দেশে সবাই মিলে দাও ভেঙে সে লৌহ কারা l
স্বাধীন দেশে স্বাধীনতার কদর রেখে সামনে চলো
যত থাকুক মনের কথা দেশের কথা সামলে বলো l
** জিসান মেহবুব সম্পাদিত দেশের ছড়া "ছড়াবাংলা" ১ম ছড়া সংকলন মার্চ, ২০২১ এ প্রকাশিত, পৃষ্ঠা - ৮২