যে নারীর গর্ভ থেকে জন্ম নিল মানব
সেই নারীর অপমানে পুরুষ কেন দানব ?
কচি কিশোর নাবালিকা, তবুও কাম জাগে
অকথ্য অত্যাচারে দানব ছিঁড়ে ছিঁড়ে খায় রাগে l

পেয়ে যায় আশ্রয় শক্তির পায়ে  
বেকসুর মুক্তি আদালত রায়ে l
অপরাধ শাস্তির টলে যায় শুধু  
লাই পায় অপরাধ, অপরাধ ধূ ধূ l

অপরাধীর হয় না ধর্ম, হয় না কোনো দল
হয় না কোনো দেশ, জাতি,  অপরাধীই কেবল l
শাস্তি যদি কঠোর হতো এবং হতো দ্রুত
দৃষ্টান্ততে শিক্ষা মিলত, অপরাধ বন্ধ হতো l

দেশজুড়ে, রাজ্যে রাজ্যে নিত্য একই খবর
কচি কচি মায়েরা সব পাচ্ছে অকাল কবর,
ভোগ লালসা পূর্ণ করে দিচ্ছে তাদের মেরে
জাতি ধর্ম নির্বিশেষে ঘৃণ্য কাজের জেরে l

কঠিন কঠোর শাস্তিবিধান জরুরী তাই ভীষণ
সমাজচ্যুত করে তাদের দেয় উচিত দহন l
মায়ের সমান নারীজাতি ভগ্নী সমান প্রিয়
প্রিয়া সমান আধ আকাশের, ন্যায্য প্রাপ্য দিও l
920