যেমনটা হতে চায় তেমনটা হয়ে
অসুখী লোকেরা সুখের সংজ্ঞায়
এনেছে বদল l
কাঠফাটা রোদ্দুরে পুড়ে, ঘামে ভিজে
যাঁরা এক আকাশ মেঘের প্রার্থনা করেছিলেন
বন্যায় এখন ঘরদোর ভাসছে তাঁদের l
শরণার্থী শিবিরে ত্রাণের আশায় দিন গুনেছেন l
খাবার আসে না, আসে না
যখন এলো, হঠাৎ অনেকটাই
বদহজমিতে হাসপাতালে যেতে হয়েছে l
অনুকূল আবহাওয়া, জল বাতাস পেয়ে
শুকনো বুড়িয়ে যাওয়া গাছে হঠাৎ
সবুজ পাতা গজিয়ে উঠলো l
ফুলে ফলে ভরে উঠলো ডালপালা l
তারপর হঠাৎই হাল্কা বাতাসে
হুড়মুড়িয়ে ভেঙে পড়লো গাছের ডালগুলো l
সুখ যেন সহ্য হয় না কারও কারও l
বড়ো পাথরটা ঠেলতে ঠেলতে
যখন ভাবছি বুকের ভেতরটা হাল্কা হলো এতোদিনে
দেখলাম সেই পাথরটাই ঢেকে রেখেছিলো
অনেক কদর্যতা, শোক তাপ উদ্বিগ্নতা l
বিপরীত দিকটি দেখতে পাই না বলেই
বহু ব্যবস্থার কঠোর সমালোচক আমরা l
সত্য ভালোবাসি,
সত্যের সম্মুখীন হতে সঙ্কোচ করি l
সত্যের মুখোমুখি হলে মিথ্যা উপযোগী মনে হয় l