করোনা রে দেখে নিবি করবো তোকে ফিনিশ
টেরটা পাবি ভারত এবং বাংলা সে কি জিনিস l
লক ডাউন তো শুরু কেবল হ্যান্ড ওয়াসও সাথে
মাত্র কিছু দিনেই দেখবি ভাত নেই তোর পাতে l
গ্রীষ্মপ্রধান দেশ আমাদের সারা বছর গরম
এবার শুধু কেমন যেন গরম ছিলো নরম l
চৈত্র এলো ফাগুন শেষে তবু শীতের দাপট
সেই সুযোগে করোনা তুই দিলি বিষের ঝাপট l
চীনের থেকে বিদেশ ঘুরে এলি বিমান চড়ে
দায়িত্বহীন নবাবপুত্র দিলো সে বিষ ঝেড়ে l
ঘুরে বেড়ায় বাজার হাটে অফিস ক্লাবে যায়
তার পাপে আজ কতো মানুষ হলো মৃতপ্রায় l
কিন্তু রে করোনা তুই জানিস না তো মোটে
এপ্রিল মাসে গরমে তোর গরম যাবে ফুটে l
তিরিশ ডিগ্রি বা তার কাছে তাপমাত্রা গেলে
পারবি না তুই ছড়াতে আর পচবি মরে জেলে l
ততদিনে লক ডাউন ও হ্যান্ড ওয়াশও আছে
বুঝলি কি হার ছাড়া আর থাকলো কি তোর কাছে ?