সাজি না তেমন আমি তবু সুন্দর
সুন্দরী জানি, তবু জোটেনাকো বর l
সুন্দরী বলে আমি পপুলার খুব
বিয়ের বেলায় কাজে আসেনাকো রূপ l
তখন সবাই খোঁজে গাড়ি বাড়ি টাকা
শিক্ষিত মেয়ে আর চাকরিটা পাকা l
রূপ ধুয়ে জল খেয়ে কাটেনা তো দিন
পদে পদে প্রতি পদে টাকা আলাদিন l
জন্মাতে টাকা লাগে টাকা খেয়ে বাড়ি
বাড়ি ঘর পড়াশোনা লাগে টাকা কাঁড়ি l
অসুস্থ হলে পর লাখ লাখ টাকা
বিপদে পড়লে দেখি নেই মামা কাকা l
কতো মেয়ের বিয়ে হয় চাকরির ধনে
কতো মেয়ের বিয়ে হয় লাখ লাখ পণে l
আমি শুধু রূপধারী টাকার কাঙাল
বিয়ের পিঁড়িতে কোনো বসে না বাঙাল l
পণ নিয়ে বিধি আছে আইনের বইয়ে
আর আছে মাঝে মাঝে কিছু হইচই এ l
তবুও তো চলে সব নাকের ডগায়
ক্ষীর খায় রাজহাঁসে উপোসী বগায় l
টাকা বল টাকা দল টাকা নিয়ে চলা
চাকরি পেতেও দেখি সেই টাকা খেলা l
রূপ নিয়ে বসে আছি ফ্যান আছে কতো
বিয়ের সময় তারা পিতা অনুগত l
৮৪২