দিনে দিনে প্রকৃতিটা ভরে যায় বিষে
রোজ ভয়ে ভয়ে থাকি আজ ভুগি কিসে l
মাছি ও পতঙ্গেরা রোগের বাহক
উড়ে চলে সারাদিন খুঁজে ফিরে লোক l
রাস্তায় ঝোপে ঝাড়ে ময়লার সারি
ময়লার কাঁদি দেখি প্রত্যেক বাড়ি l
অফিসে ও কলে ক্ষেতে ধোঁয়া উগরায়
কারখানা থেকে বিষ গ্যাসও  ছড়ায় l
চুপচাপ বাড়ি বসে করি নিজ কাজ
পতঙ্গ উড়ে চলে ব্যস্ততা আজ l

ডেঙ্গু বা ম্যালেরিয়া আরো কতো কি যে
সুঁচ ফুটে দেয় ঢেলে অসুস্থ নিজে l
বন্ধুর লালা থেকে ছড়ায় অসুখ
মাস্ক পরে বেঁচে যাই সাবানের তুক l
সুন্দর প্রকৃতি সে মানুষের দোষে
বসবাস অযোগ্য প্রকৃতির রোষে l
ঘন ঘন মহামারী অসুখের কোপে
বিপদে মানুষ আজ ঘররুপী খোপে l
বিজ্ঞানী করে চলে গবেষণা সারি
ওষুধ বা টীকা কিছু হোক তাড়াতাড়ি l
৮১২