কন্যারতন পায় ভাগ্যজনেরা
কন্যারা আছে তাই আছে বাঁধনেরা l
বেঁধে রাখে ঘর তারা বাবা, মা ও ভাই
কন্যা না হলে পরে ঘরে খুশি নাই l
বাবা সে তো মেয়েদের নয়নের মণি
কাজ থেকে ঘরে এলে যতন তখনি l
মেয়ে মানে ঘর জুড়ে শান্তির ধাম
মেয়ে মানে মায়েদের একটু আরাম l
টুকিটাকি এটা সেটা কতো সামলায়
অসুখ বিসুখে তারা খুঁটি হয়ে যায় l
মেয়ে মানে বাবাদের অসীম আদর
মেয়ে মানে পরিবারে খুশির চাদর l
এই মেয়ে বড়ো হয়ে পতি ঘরে যায়
সেখানে আবার সেই মেয়ে হয়ে যায় l
শ্বশুর শ্বাশুড়ি যেন নিজ পিতা মাতা
মেয়ে হয়ে যায় পুরো পরের দুহিতা l
সুখে রেখো মেয়েদের সুশীল সমাজ
মেয়ে আছে তাই চলে পরিবার আজ l
৯১০