আছে আঁধার আছে আলো
জীবন দুটোই - সাদা, কালো
অনেক আঁধার পেরিয়ে তবে আলোর পথে যায়
দূরে দূরে অনেক দূরে আলোর দিশা পায় l
আলো আছে রংবেরঙের সারা আকাশ জুড়ে
অনেক ছায়া গাছগাছালি তাকে আড়াল করে l
তবু ভেসে আসে কেমন আশার আলোর চ্ছ্বটা
সব বাধাকে পেরিয়ে মানব ভাঙে রুক্ষজটা l
গোধূলির রঙে মায়াবী জীবন স্বপ্নের পথ ধরে
আলো আধোছায়া জীবনসঙ্গী বৃত্ত পূর্ণ করে l
গভীর গহন আঁধার যেখানে সেখানেই উত্থান
যতো পিছে যায় ঠিক ততটাই প্রগতির সম্মান l
আঁধারের কালো ধরে থাকে বুকে সৃষ্টির উপাদান
যুগে যুগে দেখি আলোপথে তারা হয় ঠিক আগুয়ান l
538