ডালিম গাছের চারা পুঁতে
ডালিম গেলো রাতে শুতে l
শয্যা ছেড়ে সকালবেলায়
চারার গায়ে হাত বুলায় l
সার ও জলে যতন করে
রোদের বেলায় ছাতা ধরে l
রোজ সকালে ফিতা নিয়ে
দৈর্ঘ্য প্রস্থ মাপে গিয়ে l
খাতায় সেটা লিখে রাখে
আবার চারার ছবি আঁকে l
প্রতিদিনে ছবির বদল
যেমন বাড়ে গাছের আদল l
অধৈর্য সে প্রতি দিনে
চারার বৃদ্ধি অতি ক্ষীণে l
ফুল যে কবে হবে গাছে
আশায় আশায় ডালিম বাঁচে l
বাড়ছে তবু বাড়ে না তো
কিছু একটা করে ছুতো
ডালিম শেষে পুষ্টিপ্লানে
ভরসা রাখে উদ্ভাবনে l
পুষ্টিপ্ল্যানের খাদ্য পেয়ে
গাছের বৃদ্ধি তরতরিয়ে l
ফুটলো ফুল গাছের ডালে
ডালিম নাচে তালে তালে l
চারা রে তু্ই দেখতে খাসা
তু্ই ডালিমের ভালোবাসা l
এক প্ল্যানেতে কেল্লা ফতে
নেয় না সময় বড়ো হতে l