দাদু কেবল সুস্বাদু খান এমনি খেয়ে মন ভরে না
চর্ব্য চোষ্য লেহ্য পেয় কোনোকিছু বাদ পড়ে না
বারণ আছে অনেক কিছু বারণ করেন ডাক্তারে
কে করেছে বারণ খাবার রেগে বলেন - ডাক তারে l
মিষ্টি নোনা ঝাল ও টকে সকাল বিকাল তক্কে থাকেন
নিয়ম করে চান যে খাবার বাটি থালা ভরতে থাকেন
বাড়ির যতো বউ ও মেয়ে যোগাড় করে ঘেমে নেয়ে
হাপুস হুপুস খান দাদু সবাই কেবল থাকে চেয়ে l
খাবার যখন শেষ করেন পরের খাওয়ার মেনু ধরেন
পুরুষ যারা ছোটেন বাজার ব্যাগ বস্তা বাঁধেন
সব্জি মাছে মুদিখানায় চিকেন মটন কসাইখানায়
হাজির করেন রান্নাঘরে বউগুলো তা খাবার বানায় l
রান্নাঘরে ধোঁয়া ওঠে সর্ষেফোড়ন কেবল ফোটে
মসলা বেটে সব্জি কেটে ধোয়া চালের জল ছেঁটে
ডাইনিং এ ও রান্নাঘরে চলছে বকম বকম
হুড়ুমধুড়ুম আনাগোনা যোগাড় হাজার রকম l
বারো পদে রেঁধে বেড়ে দাদুর খাবার চলছে বেড়ে
বউ ছেলে সব দৌড়ে বেড়ান নাতি নাতনি যতো
যতোই খেতে থাকেন দাদু অনেক রকম সুস্বাদু
তবু যে তাঁর খাবার মেনু বাড়ে অবিরত l