দাদার কল :
কল করেছেন আজব রকম অর্থনীতির দাদা
সবাই শুনে সাবাস্ বলে রত্নগুণে সাদা ।
যখন তিনি বিরোধী দল - বছর কয়েক আগে-
পে কমিশন, ডি এ নিয়ে বলেন সপ্তরাগে ।
বাকি সবাই 'হাবি' 'জাবি' এলোমেলো বকে,
দাদার মুখের বুলি শুনে চম্কে গেল লোকে ।
বলেন সবাই, "এই দাদাটা বাঁচলে পরে তবে,
রাজ্যে যতো কর্মচারী উপকৃত হবে l"
সেই দাদা আজ কল করেছেন আপন বুদ্ধি বলে,
এক বছরের পে কমিশন বহু বছর চলে ।
দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা,
হাতে নিয়ে নাড়লে ঘাঁটলে আপনি যাবে বোঝা ।
বল্ব কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা,
কলের সঙ্গে দাদা পুরো জুড়ে গেছেন খাসা ।
সামনে তো তাঁর টাকা ঝোলে যেমনটা তাঁর রুচি-
আরো কতো সুখ সুবিধা মন্ডা মিঠাই লুচি ।
মন বলে তাঁর 'পাবো পাবো', হাত চলে তায় নিতে,
টাকার সঙ্গে সুখসুবিধা সব কিছু পান ফ্রিতে ।
এমনি ক'রে লোভের টানে টাকার পানে চেয়ে,
উৎসাহেতে হুঁস্ থাকে না কাটান বসে শুয়ে।
হেসে খেলে দু'দশ লক্ষ পেলেন বিনা ক্লেশে,
টাকার গন্ধে পাগল হ'য়ে জিভের জলে ভেসে।
সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো,
অতুল কীর্তি রেখে গেলেন অর্থনীতির বুড়ো ।
বছর বছর চারটি বছর গেলো হেসে খেলে
অশ্বডিম্ব প্রসব করেন পে কমিশন ঢেলে l
তাই রে না রে :
গাছে কাঁঠাল গোঁফে তেল
স্বপ্ন দেখে বেআক্কেল l
পারিষদ সব মাখায় তেল
ন্যাড়ার মাথায় ফাটবে বেল l
জমবে আবার দারুণ খেল
স্বপ্ন ভাঙার মিরাক্কেল l
কমিশনের জীবন জেল
অভির জন্য গালির ঢেল l
খবরে খবরে বৃদ্ধি জেল
অশ্বডিম্বে বুকে সেল l
হাটে বাজারে কথার মেল
প্রাপ্তিযোগে শূন্য ঝেল l
স্যাট কোর্টে জয়ের টেল
একমেবাদ্বিতীয়মের কোর্টে ফেল l
টাকা আছে টাকা নেই :
টাকা আছে টাকা নেই
সব তো তাঁর ইচ্ছাতেই l
কোথাও টাকার বর্ষাধারা
কোথাও টাকার ধুধু খরা l
তাঁর ইচ্ছায় বাঘ গরুতে
কমিশন বা ডি. এ. জোটে
সব অধরা অনিচ্ছাতে
কর্মচারী মরে ভাতে l
কাঁঠাল তেলে মাখামাখি
গোঁফে জিভে চাটাচাটি l
কি হবে কি হবে না রে
অভিজ্ঞতায় তাইরে না রে l