গরম ছেড়ে গেলেন দাদা
গেলেন সে ঐ দার্জিলিং
এই গরমে রাতে সেথায়
ঝিরঝিরিয়ে পড়ছে হিম l
একটুখানি সাথে করে
ফেরার সময় এনো ভাই
গরম পোড়া দেশে যেন
শীতের একটু পরশ পাই l
যেই না বলা দাদাও রাজি
পকেট ভরে নিলেন হিম
ছেড়ে দিলেন গাঁয়ের পথে
ছেড়ে দিলেন শীতের ডিম l
দেখতে দেখতে গাঁয়ে ঘরে
সকল বাড়ি শীতকাতর
হিমের ধাক্কা এমন ধাক্কা
মানুষসকল লেপ ভেতর l