গাছের ডালে বসলো কোকিল
দিলো কুহু ডাক
তাকেই করে তাক
ঠিক পিছনে বসল এসে
কুচকুচে এক কাক l
কাক তো গাছে বারো মাস
কোকিল ঋতুপাখি
লজ্জানত আঁখি
সুরের মায়ায় জগত করে জয়
গাছের ডালে জাগ্রত বিস্ময় l
তাই বলে কি শংসা করতে আছে
কায়েমি স্বার্থ বলছে তবে কাকে ?
বুদ্ধি শলার আড়াল করে চালান
আত্মঘাতী পথটা দারুণ বানান
সরল কোকিল সেই ফাঁদেতে ফাঁসে
শেষ অবধি কাকই অট্যহাসে l