ব্যাংকের ম্যানেজার হরিদাস পাল
এক কোটি টাকা তিনি ধরেছেন জাল l
আইনের হাতে তিনি দিয়েছেন তুলে
পুরো সেই দলটাকে প্রলোভন ভুলে l

প্রলোভন ছিল পুরো পঞ্চাশ লাখ
গাড়ি বাড়ি বহু কিছু বহু তুকতাক l
সে সবকে পায়ে ঠেলে ভেঙেছেন চাক
পুরো গ্যাং ধরা পড়ে খায় জেলভাত l

এমন আমার দেশ স্বপ্নে ই দেখি
খোলা চোখে চারিদিকে ভরা শুধু মেকি l
নেতা থেকে শুরু করে পাতি জনগন
অফিসার ব্যবসায়ী শত শত জন l

লুটে চলে সারাদেশ প্রতিক্ষণে তারা
যতো আছে প্রশাসন দুর্নীতি ভরা l
লাখ লাখ টাকা লাগে চাকরিটা পেতে
ক্ষমতার অধিকারী ভাসে টাকা স্রোতে l

ফেলো কড়ি মাখো তেল নিয়ম বানায়
প্রতি ক্ষণে নিজেদের ভাগ্য শানায় l
মুখে থাকে দেশপ্রেম ভালো ভালো কথা
আড়ালে স্বদেশ কাঁদে ব্যথা নীরবতা l
৮১১