রোজকার মতো সময়মতো বাড়ি ফেরা
বোনের সঙ্গে ফোনে শেষবারের মতো কথা
কথায় আতঙ্কের আভাস
পরিবার এক ছুটে নির্দিষ্ট স্থানে
কোনো হদিস নেই দিদির
সময়মতো প্রশাসনের সাহায্য অধরা
চার শ্বাপদ অনতিদূরে তখন খুবলে খায়
নারীর কোমল মাংস
পেট ভরে এলে প্রমাণ লোপাটের প্রয়াস
পরদিন পুড়ে যাওয়া দেহ
আর সনাক্তকরণের সহায়ক লকেট
এ এখন অনেক দেশের রোজনামচা
তবু কতো সুর কতো গান কতো কৃষ্টি
অসুরের দেশে
অন্ধকারে যারা ভয়ানক
আলোর জগতে তারাই এক একটি রবিনহুড